শিরোনাম :
ঝিনাইদহ-১ আসনে এনপিপি থেকে মনোনয়ন জমা দিলেন আনিচ শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী বগুড়া-৩ আসনে আওয়ামীলীগ জাপাসহ ১৬ জনের মনোনয়নপত্র দাখিল ঝিনাইদহ-৪ আসন থেকে ৫জন  প্রার্থীর মনোনয়নপত্র জমা খুলনায় ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল রাক্ষসের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানীমূলক বক্তব্যের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিঘলিয়ায় ইজিপিপি বিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের সাড়ে ছেষট্টি লক্ষ টাকা পড়ে আছে শ্রমিকদের হাতে
শনিবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন ম্যাক্সওয়েল

শনিবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন ম্যাক্সওয়েল

খেলার ডেস্ক:

মুম্বাইয়ে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে চোট নিয়েই মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আগামী শনিবার বাংলাদেশের বিপক্ষে তার খেলা নিয়ে তাই জেগেছিল শঙ্কা। তবে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড আশা করছেন, লিগ পর্বের শেষ ম্যাচটিতেও পাওয়া যাবে ম্যাক্সওয়েলকে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে পায়ের পেশিতে ব্যাথা নিয়েই অপরাজিত ডাবল সেঞ্চুরি হাকিয়েছেন ম্যাক্সওয়েল। ক্রিকেটের আলোকিত ব্যক্তিরা যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওয়ানডে ইনিংস হিসাবে স্বীকৃতি দিয়েছেন।

অপ্রত্যাশিত ওই তিন উইকেটের জয় অস্ট্রেলিয়াকে পৌঁছে দেয় টুর্নামেন্টের সেমিফাইনালে। শেষ চারে  দক্ষিন আফ্রিকার মোকাবেলা করবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ফলে পুনেতে বাংলাদেশের ম্যাচটি আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হয়েছে। তবে হ্যাজলউড মনে করেন ম্যাক্সওয়েল এখনো ওই ম্যাচে খেলার উপযুক্ত।

তিনি গণমাধ্যমকে বলেন,‘হ্যাঁ, আমি অন্তত তাই মনে করি। আমার মনে হয়না এখন এবং আগামী কয়েকদিন তার বেশী কিছু করার প্রয়োজন আছে। সুতরাং আশা করছি অচিরেই ঠিক হয়ে যাবেন তিনি (ম্যাক্সওয়েল)।’

মঙ্গলবার ১২৮ বলে অপরাজিত ২০১ রান করা ম্যাক্সওয়েল ম্যাচ শেষে বলেন ১৪৭ রানে যখন তিনি ক্রিজে ছিলেন তখন জয়ের জন্য আরো ৫৫ রান বাকি ছিল অস্ট্রেলিয়ার। ঐ সময়টি ছিল দারুন কঠিন, ব্যাথায় মাটিতে শুয়ে পড়েন ম্যাক্সওয়েল।

দলীয় ফিজিওথেরাপিস্ট নিক জোনস ঐ সময় ম্যাক্সওয়েলকে ফিরে যাবার পরামর্শ দিয়েছিলেন। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে বলেন,‘ ক্রমেই তিনি নেতিয়ে পড়ছিলেন। মৃত মানুষের মতো মেঝেতে শুয়ে ছিলেন। সেখানে গিয়ে আমি দেখলাম তার ডান পায়ের কাফের পেশীতে টান লাগছিল। পায়ের আঙ্গুল অসার হয়ে আসছিল। যে কারণে পাঁজর ও দুই পায়ের নীচের দিকে কোন শক্তি পাচ্ছিলেন না। ঐ সময় বাম হ্যামস্ট্রিংয়েও টান পড়ে।  শুরু হয় পিঠের ব্যাথা।’

আমরা তার সশ্রুসাকালে  তিনি বলেছিলেন, আমি এখানে শেষ করছি। আমি চালিয়ে যেতে পারব না। আমাকে অবসর নিতে হবে’।’ তিনি তখন ধুকছিলেন, তবে আমি তাকে বলি, দেখুন সবার আগে আপনাকে উঠে দাঁড়াতে হবে। ম্যাক্সওয়েল উঠেছিলেন এবং মাঠ ছাড়ার পরিবর্তে কস্ট সহ্য করেই ইংনিংসটি শেষ করেছেন।’

জোনস বলেন,‘ওই অস্থাতেই যেভাবে খেলেছেন তা একেবারেই আশ্চর্যজনক এবং আমি যা আশা করেছিলাম তার চেয়েও ভালো করেছেন ম্যাক্সওয়েল। আমার মনে হয় তাকে সেখানে খেলতে দেয়ার সিদ্ধান্তটি সঠিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত