মোঃ মাসুদ পারভেজ: শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুর জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নে অবস্থিত সূর্যমনি বাজারের পেছনে, নদীর পাড় ঘেঁষে প্রভাবশালীরা উঁচু জায়গার মাটি কেটে, নিচু জমিতে পরিণত করছে। সে নিচু জায়গা সরকারি ভাবে খননকৃত বালু দ্বারা পূর্ণ করে, তা আবার ভরাট করছে এবং সে ভরাটকৃত বালু সুকৌশলে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে করা হচ্ছে এসব কাজ। মাটি কাটার স্থানে ঝুঁকিতে রয়েছে বৈদ্যুতিক তারের খুঁটি। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার দাবি করছে স্থানীয়রা।সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পাওয়া যায়। উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের সূর্যমনি বাজার এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পাড় ঘেঁষে ইতিপূর্বে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেয়া নিচু জায়গায়, সরকারিভাবে খননকৃত বালু দ্বারা পূর্ণ করা হয়েছে এবং সেখানে একটি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অন্যত্র নেয়া হচ্ছে বালু। ড্রেজার মালিক ইলিয়াস মোল্লা জানান, এখানের বালু বাবুল আকনের কবরস্থানে যাচ্ছে। কবরস্থানের কাছে গিয়ে দেখা যায়, কবরস্থানের আশপাশে বেশ কয়েকটি জায়গায় বালু ফেলার জন্য, জায়গা প্রস্তুত করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এখানে কবরস্থানে বালু ফেলার নাম করে, বিভিন্ন জায়গায় বালু ফেলার প্রস্তুতি চলছে। বিগত দিনে নদী খনন ঠিকাদারের সাথে যোগসাজশে স্থানীয়রা সুকৌশলে প্রায় তিন কোটি টাকার বালু বিক্রির অবৈধ বাণিজ্য করেছে।মাটি কাটার কয়েকজন জমির মালিক এর মধ্যে একজন আব্দুর রাজ্জাক বলেন, বাবুল আকন আমাদের এই জায়গার মাটির নিচ্ছে। আমাদের কিছু টাকা দেবে। পরবর্তীতে এ জায়গা আবার সরকারিভাবে নদী খননের বালু দিয়ে ভরাট করা হবে।মুঠোফোনে বাবুল আকন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এ ব্যাপারে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট করলে আমি নিজে সাথে যাব।জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নেয়ার জন্য জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। বে-আইনি কিছু করা হলে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply