শাহিন বিশ্বাস:
তালায় মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের পাঁচ দিন প্রশিক্ষণের চতুর্থ দিনে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় বিপাকে পড়ে শিক্ষা কর্মকর্তা ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা পেলেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে গেলে শিক্ষকরা মুখ খোলেন। কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর আইসিটি কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মানিঘর মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম। এবং সুজনশাহা বালিকা বিদ্যালয় এর আইসিটি বিভাগের শিক্ষক গীতা পাঠ করা অবস্থায় দাঁড়ালে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান তাচ্ছিল্য করে বলেন এসবের কি দরকার।
এ ঘটনায় তাৎক্ষণিক প্রশিক্ষণরত শিক্ষকরা ফুসে ওঠে বিদ্যালয়ের গেটে জড়ো হয়ে গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঐ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকালে বক্তব্য দেন, সরুলিয়া কিয়ামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, তেরছি মাদ্রাসার সহকারী শিক্ষক জিল্লুর রহমান, কাশিয়াডাঙ্গা মাদ্রাসার সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান বিপাকে পড়ে এ যাত্রায় শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে মাফ পান।
Leave a Reply