শিদলাই দরবার শরীফে বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

শিদলাই দরবার শরীফে বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মোঃ আলমগির হোসেন বাদশা:
১৪/০১/২০২০ মঙ্গলবার পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন পীর ছাহেব এর নেতৃত্বে কুমিল্লাস্থ ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদরাসা প্রাঙ্গনে  ঐতিহ্যবাহী শিদলাই দরবার শরীফের  ৫৬তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে শুভাগমন করেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের গদ্দিনশীন পীর, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর কেন্দ্রীয় আমীর, আমীরে শরিয়ত রাহনুমায়ে ত্বরীকত, শাহ্ছুফী আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর ছাহেব। বিশেষ মেহমান হিসাবে তাশরীফ রাখেন পীরে কামেল শাহ্ছুফী আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর ছাহেব, আমীর-মদীনার জামাত, কামাল্লা দরবার শরীফ। প্রধান বক্তা হিসাবে তাশরীফ রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুনাজেরে আহলে সুন্নাত, মোফাস্সিরে কোরআন হযরত মাওলানা আল্লামা শেখ আলমগির হোসাইন আনসারী, মুহাদ্দিস-দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও খতিব, ক্যান্টনমেন্ট কলেজ মসজিদ, ঢাকা। 
শিদলাই দারুল ইসলাম দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন পীর ছাহেব এর সভাপতিত্বে উক্ত মাহফিলে দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ ওলামায়ে কিরাম গন তাশরীফ রাখেন। সারারাত ব্যাপী মাহফিল শেষে বাদ ফজর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। 
উক্ত মাহফিলে জাতীয় দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ আলগির হোসেন বাদশা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন পীর ছাহেব এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিক মোঃ আলগির হোসেন বাদশা পীর সাহেব এর হাতে দৈনিক আলোকিত সকাল পত্রিকা তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত