শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য বাগরেহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরতে হবে। বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রগতির প্রচার অভিযানের প্রথম দিনে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজার মাঠে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রোববার বিকেলে তিনি সাবেক প্রতিমিন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত শেষে জিলবুনীয়া দরবারের পীর মাওলানা আব্দুর রহমান সাহেবের সঙ্গে সাক্ষাত করে তার দোয়া নিয়ে আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেন।
বৌলপুর বাজার মাঠে হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক মো. মোনজেল হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অথিতি ছিলেন বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন-অর রশিদ।
সভায় বক্তৃতা করেন হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল ইসলাম নান্না, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক ও মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান টুকুসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন এমপি, উপস্থিত জনসাধারণের মাঝে শেখ হাসিনা সরকার ও বাগেরহাট -আসনের উন্নয়ন অগ্রগতির প্রচারপত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত