শ্রীপুর উপজেলা প্রতিনিধি, সোহাগ রানা: গাজীপুরের শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের (কামার চালা) এলাকার আব্দুল আউয়ালের কন্যা ঝুমা আক্তার (৮) গত বুধবার (০৮ জানুয়ারি) সকাল দশটার দিকে নিজ বাড়ির রান্না করার চুলায় পায়ের মোজা শুকাতে গিয়ে অসাবধানতা বসত ডান পায়ে আগুন লেগে প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। অসহায় দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় ঝুমা আক্তারের চিকিৎসা করার সামর্থ ছিলনা। প্রায় এক সপ্তাহ পর এসএম সুজন নামক ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ছুঁড়ে দিলে কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদ ও ফেসবুক স্ট্যাটাস তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরের চোখে পড়লে তাৎক্ষণিক সেই মেয়েটির চিকিৎসা সেবার দায়িত্ব নেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে ওই মেয়েকে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। লিয়াকত ফকির আজকের বাংলা সংবাদ কে জানান, ফেসবুক ও অনলাইন গণমাধ্যমে ঝুমার পা পুড়ে গেছে এমন সংবাদ দেখতে পাই। পরে অসহায় দরিদ্র পরিবারের কন্যা সন্তানটির সম্পূর্ণ চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছি। সকলের দোয়া প্রার্থী ওই মেয়েটিকে আল্লাহ তায়ালা দ্রুত সুস্থতা দান করুক। আমীন।
Leave a Reply