শ্রীপুর প্রতিনিধি: ঢাকা বন বিভাগের অধীন শ্রীপুর রেঞ্জ। শ্রীপুর রেঞ্জের গুরুত্বপূর্ণ একটি বিট শিমলাপাড়া। রাথুরা বিট কর্মকর্তা মোশারফ শিমলাপাড়া বিটের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বরত রয়েছেন। তিনি বনের রক্ষক হয়েও বন দখলকারীদের থেকে অবৈধ সুবিধা নিয়ে বন বক্ষকের ভূমিকা পালন করছেন। তিনি ২ বারে ডিবিএল এর দালালদের থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে গোপনে বন দখলের সহযোগী ভূমিকা পালন করেছেন। প্রায় ১০ বিঘা বনভূমি দখল করেছে ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান ডিবিএল সিরামিকস। ওই কারখানার অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামে (ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে)। শিমলাপাড়া বিটের ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ার পর তিনি ডিবিএলকে যেসব সুবিধা দিয়েছেন: মাটি ফেলে ভরাট ২০১৭-১৮ অর্থবছরে করা সামাজিক বনায়নের ৩৭ ও ৩৮ নম্বর প্লটের চারা উপড়ে ফেলে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণের সুযোগ। এই ধ্বংসের কাজ শুরু করেছে চলতি মাসের ৫ তারিখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও কোনও ব্যবস্থা না নিয়ে চলে আসেন তিনি। শুধু তাই নয়, সুযোগ পেয়ে বনের জমি দখল শেষে কাজী ফার্মসের ১৯৯৫ সালে ক্রয় করা জোত জমিতে মাটি ফেলে ভরাট করেছে ডিবিএল কর্তৃপক্ষ। অভিনব কৌশলে দখলে দেওয়ার উদ্দেশ্যে ওই জমিতে চারা লাগিয়েছে ফরেস্টার। ধনুয়া মৌজার ৩ একরের বেশী বনভূমি দখলে নিয়েছে ডিবিএল কর্তৃপক্ষ। যার বর্তমান মূল্য ১০ কোটি টাকা। এলাকাবাসীর মতে, এতো বিশাল সম্পদ দখল করলেও বন বিভাগের তেমন কোনও ব্যবস্থা চোখে পড়েনি। এছাড়াও ২০১৭-১৮ অর্থবছরে ডিবিএল ডিবিএল এর ভেতরে সৃজিত সামাজিক বনায়ন ধ্বংস করার এক সপ্তাহ পার হলেও কোনও ব্যবস্থা নেননি ফরেস্টার মোশারফ। বন দখলকারী ডিবিএল সিরামিকস ডিবিএল থেকে উদ্ধার করা জমিতে আগের রোপণ করা চারা উপড়ে ফেলে ৪ ফুট উঁচু করে মাটি দিয়ে ভরাট করে ডিবিএল এর যোগসাজশে পুনরায় চারা লাগিয়েছে বন কর্তৃপক্ষ। একই গ্রামের ফারসিং নামক গার্মেন্টস কারখানাকে যেসব অবৈধ সুবিধা দিয়েছেন, একটি গার্মেন্টস কারখানার ভেতরে বনের জমিতে ১০তলা ফাউন্ডেশনের কাজ করার সুযোগ করে দিয়েছেন তিনি। এছাড়াও ডিবিএল এর স্থানীয় দালাল করম আলী মেম্বারকে বনের জমিতে বাড়ি করার সুযোগ দিয়েছেন তিনি। ঘুষ লেনদেনের সময় প্রতক্ষদর্শী শিমলাপাড়া বিটে কর্মরত একজন স্টাফ (নাম প্রকাশে অনিচ্ছুক) যোগফলকে জানিয়েছেন, চলতি মাসের ৬ তারিখ তারিখ বেলা এগারটায় ফরেস্টার মোশারফের নেতৃত্বে তার স্টাফসহ সরেজমিন পর্যবেক্ষণ করে। এরপর থেকেই ডিবিএল গ্রুপের স্থানীয় ইসমাইল ও করম মেম্বার সক্রিয় হয়। ওইদিন বিকেল সাড়ে পাঁচটায় সাদা প্রাইভেটকার যোগে ডিবিএল এ কর্মরত ইকবালের নেতৃত্বে শিমলাপাড়া বিট অফিসের বাংলোতে ফরেস্টার মোশারফকে ৩০ হাজার টাকা ঘুষ দেয়। ওই টাকা প্রথমে আনোয়ার হাতে নেয়। এবং গুনে ৩০ হাজারই বুঝে নেয়। ওখানে ডিবিএল এর ওই কর্মকর্তা সর্বমোট ৩০ মিনিট সময় অবস্থান করে। বন বিভাগ কোনও অ্যাকশানে না যাওয়ার জন্য ফরেস্টারকে ওই টাকা দিয়ে আসে ডিবিএল’র অফিসার ইকবাল। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় কালো প্রাইভেটকার যোগে স্থানীয় ইসমাইল ও করম মেম্বার পূর্ব পরিকল্পিতভাবে উপজেলার বারতোপা সংলগ্ন এলাকায় ৩ লাখ টাকা দেয় ফরেস্টার মোশারফকে। ফরেস্টারের সাথে শর্ত ছিলো কাজী ফার্মসের ১৯৯৫ সালে ক্রয় করা ৫২ শতাংশ জমিতে মাটি ফেলবে ডিবিএল আর চারা রোপণ করবে বন ফরেস্টার। এছাড়াও পর্যবেক্ষণে দেখা যায়, ডিবিএল এর পক্ষে করম মেম্বারের থেকে অবৈধ সুবিধা নিয়ে বনের জমিতে বাড়ি নির্মাণ করার সুযোগ দিয়েছে ফরেস্টার মোশারফ। ওই জমি বনের আরএস দাগ নম্বর ৬২৭৩ ও সিএস দাগ নম্বর ১৭৭৩। কাজী ফামর্সের কাছে ওই জমি ১৯৯৫ সালে বিক্রি করেছিল আহমদ আলী গং। ওই জমি বিক্রেতা মৃত আহমদ আলীর সন্তান আবুল হোসেন (৩৫) জানিয়েছেন, আমার পিতা ও তার ভাই মোহাম্মদ আলী, হযরত আলী মোট ৫ বিঘা জমি বিক্রি করেছিল কাজী ফার্মসের নিকট। এরপর থেকেই কাজী ফার্মস দখলে ছিল ওই জমি। আজকে বন বিভাগ যেখানে চারা রোপণ করেছে সেই জমিটাও আমাদের পৈত্রিক সম্পত্তি ছিল যা ক্রয় সূত্রে বর্তমান মালিক কাজী ফার্মস। কাজী ফার্মসের ম্যানেজার শেখ মো. আবুল কালাম জানিয়েছেন, ফরেস্টার মোশারফের নেতৃত্বে দখলের উদ্দেশ্যে যে জমিতে ডিবিএল কর্তৃপক্ষের যোগসাজশে চারা রোপণ করা হয়েছে ওখানে কাজী ফার্মসের ৫২ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে আরএস দাগ নম্বর ৬৯৮৫ তে ৪৫ শতাংশ এবং আরএস দাগ নম্বর ৬৯৮৭ যার এসএ ১৮৬৭ দাগে ৭ শতাংশ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, ফরেস্টার মোশারফ তার ঘুষ লেনদেনের বিষয়টি আড়াল করার জন্য বাস্তবে চারা লাগিয়েছে পাবলিকের জমিতে, কাগজে কলমে দেখানোর চেষ্টা করছে বনের জমি। মূলত আরএস ৬৯৮৫ তে পাবলিকের জমির পরিমাণ ৬৭ শতাংশ এবং বনের জমির পরিমাণ ৫৫ শতাংশ। ওই ৬৭ শতাংশ থেকে কাজী ফার্মসের কাছে ওই দাগের ৪৫ শতাংশ জমির দলিল রয়েছে। পাশাপাশি আরএস ৬৯৮৭ দাগে কাজীর ক্রয় করা ৭ শতাংশ জমির দলিলও কাজী ফার্মের কাছে রয়েছে। একই দাগে বনের জমি থাকায় কাজী ফার্মস সীমানা নির্ধারণের জন্য ২০১৮ সালে আবেদন করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে বারটা পর্যন্ত চারা রোপণ সম্পন্ন করে ফরেস্টার মোশারফ। এক আমাদের জমির ডিমারকেশন আবেদন করা হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দে। ডিবিএল সামাজিক বনায়ন ধ্বংস করার পরও ফরেস্টার মোশারফ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে কাজী ফার্মসের ক্রয় করা সম্পত্তি দখলে নেওয়ার জন্য ডিবিএল এর যোগসাজসে চারা রোপণ করেছে। ইদানীং ডিবিএল সামাজিক বনায়ন ধ্বংস করেছে সবকিছু দেখার পরও তাদের নামে কোনও মামলা দেয়নি ফরেস্টার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দায় এড়ানোর জন্য ফরেস্টার মোশারফ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনটি ভিডিও এবং একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, “১২.০২.২০২০ইং তারিখ ১৭৭৩ দাগে শিমলাপাড়া বিটের ধনুয়া মৌজায় ডিবিএলএর ভিতরে জবর দখল বন ভূমি উদ্ধার করে বনায়ন করা হয়”।
Leave a Reply