শনিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া ৫নং ওয়ার্ডে হৈচৈ পড়ে যায় এ ঘটনায়।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে প্রথম বারের মতো সাধারণ ইউপি সদস্য পদে নির্বাচিত হন হাজ্বী ইসমাইল হোসেন । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন একই গ্রামের দুই প্রার্থী সাব্বির মাহমুদ সোহেল এবং জজ মিয়া।
গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সাব্বির মাহমুদ সোহেল (১৬৮০) এবংআরেক প্রার্থী জজমিয়া (১০০০) ভোট পান।হাজ্বী ইসমাইল হোসেন পেয়েছেন (১৭০২) ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। বিজয়ী হওয়ার ৪র্থ দিনে ইসমাইল হোসেনের কর্মী-সমর্থকরা ইসমাইল হোসেন এর গলায় ফুলের মালা ও টাকার মালা দিয়ে। পায়ে হেঁটে বিজয় মিছিল করে ২ শতাধিক নারী-পুরুষ নিয়ে। এতে এলাকায় হৈচৈ পড়ে যায়।
নবনির্বাচিত ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, ‘ভোটার, কর্মী ও সমর্থকরা অক্লান্ত পরিশ্রম করে ভোটে আমাকে বিজয়ী করেছেন। তাই তারা বিনোদনের মাধ্যমে বিজয় মিছিল করেছেন।আমি সারা জীবন এই ওয়ার্ডের জনগনের কাছে চির কৃতজ্ঞ থাকবো।
Leave a Reply