রাকিবুল হাসান:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শ্রীপুর পৌরসভা ১নং ওয়ার্ডের শ্রীপুর থানা মোড় হতে,শ্রীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়,ও কবি নজরুল ইসলাম একাডেমি স্কুল পর্যন্ত,রাস্তাটির বেহাল দশাই পরিণত।
যেই রাস্তাটির জন্য কষ্ট পোহাতে হচ্ছে প্রতিনিয়ত স্কুল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সহ,সাধারণ মানবজাতি ও আইশৃঙ্খলা বাহিনীদের,
রাস্তাটি অতী জরুরী সংস্কার করার জোর দাবি জানাচ্ছি, মেয়র মহোদয় সহ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলরের সুদৃষ্টি কামনা করছি,,এই রাস্তাটি,শুধু সুস্থ সবল মানুষের জন্যই নয় ছবিতে দেখা যাচ্ছে একজন প্রতিবন্ধী ও এই রাস্তা তার জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা।
তার চলাফেরা কতটুকু কষ্টদায়ক সেটা কাছ থেকে না দেখলে বোঝা যেত না। শ্রীপুর চৌরাস্তা জ্যামের মূল কারণ এই রাস্তাটি,বেহালহাল দশায় ক্ষতিগ্রস্ত হওয়ায়। রাস্তার টি অতি দ্রুত সংস্কার করলে শ্রীপুর চৌরাস্তা জ্যামের অবস্থান অনেকটাই কমে যাবে বলে স্থায়ী বাসিন্দাদের দাবি,
এ বিষয়ে জনগণের সেবক ১ নং ওয়ার্ড কাউন্সিলর,আহমদুল কবির মন্ডল (দারা)G-News কে জানান,রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার করাটা অতি জরুরি,তবে ইতিপূর্বে বেশ কিছু রাস্তার স্ট্যান্ডার্ড পাস হযলেও,এই রাস্তাটি নাম আসেনি,, তবে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমি বিষয়টি জনগণের স্বার্থে বিবেচনা করব রাস্তাটি সংস্কার করার জন্য যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ।
সামনে বৃষ্টিপাত হওয়ার সিজন চলে আসছে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার পূর্বে রাস্তাটি সংস্কার করা অতি জরুরী।
অত্যন্ত দুঃখের বিষয় হলো এই বিষয়গুলো সাংবাদিকদের নজরে আসে না। সকল সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হয়। সেই লক্ষ্যে আপনারা প্রত্যেকেই বিষয়টি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট অবগত করুন।
Leave a Reply