পরে সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের বেড়া পুড়ে যায়।
ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম বলেন, রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কয়েকজন যুবক বিদ্যালয়ে অবস্থান নেয় তার কিছুক্ষণ পর পরই টিনশেড কক্ষে আগুন দেয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন কাজ যারাই করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড শ্রেণিকক্ষের চার-পাঁচটি বেঞ্চ, টিনের বেড়া, বৈদ্যুতিক পাখাসহ নানা সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রেণিকক্ষে মেরামত করা হবে। এঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমান পরিস্থিতি ও এমন ঘটনার ব্যবস্থা গ্রহণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি , বিদ্যালয় পুড়িয়ে দেয়ার ঘটনা খুবই মর্মান্তিক অমানবিক! এ বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply