শেখ মোহাম্মদ জসিম উদ্দিন শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোড়কে জড়িয়ে মিথ্যা তথ্য ও মানহানি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ সড়কে মানববন্ধন শেষে শফিকুল ইসলাম মোড়লের নিজ বাড়িতে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম মোড়ল লিখিত বক্তব্যে বলেন, তেলিহাটি গ্রামের মুক্তিযোদ্ধা প্রয়াত ই¯্রাফিল মোড়লের স্ত্রী জোবেদা আক্তার ও তাদের সন্তান দুলাল মোড়ল ও আলমগীর মোড়ল জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিভিন্ন মহলে আমাকে ভূমিদস্যু বানানোর চেষ্টায় প্রতিনিয়ত মিথ্যাচার করছেন। তিনি বলেন, পৈত্রিক সূত্রে মালিক হয়ে প্রায় ৪০ বছর ধরে জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ, গাছপালা ও বাড়ি ঘর নির্মাণ করে ভোগ দখলে রয়েছি। ওই জমির উপর ১৫ বছর ধরে নাসির এন্টারপ্রাইজের নিজস্ব গোডাউন, দোকানপাট, রিকসার গ্যারেজ, মিনি গার্মেন্টস রয়েছে। ইতির্প‚বে মুক্তিযোদ্ধার স্ত্রী জোবেদা আক্তার আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেছে। এনিয়ে একাধিকবার গ্রাম্য শালিসও হয়েছে। শালিসে আমার জমির সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় আমার কাছে অতিরিক্ত ২০.৫০ শতাংশ জমি বেশী রয়েছে। পরবর্তীতে বেশি থাকা ওই ২১ শতাংশ জমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। ১৬ অক্টোবর ১৯৮১ সালে দানপত্র দলিল মূলে দাবীকৃত এসএ দাগ নম্বর- ২১২ ছিল না, সম্পত্তি ২১২ ও ৪০ দাগে ক্রয় করা ছিল যার দাগ নম্বর ২১২ ভুল ছিল। পরবর্তীতে আদালতের মাধ্যমে তা সংশোধন করা হয়। সংশোধিত দাগ হতে মুক্তিযোদ্ধা ইসরাফিল মোড়ল জীবিত থাকা অবস্থায় সম্পূর্ণ জমি বিক্রি করে দেয় যাহার তফসিল উত্তরে জেডএ ইসলাম, দক্ষিনে মোহাম্মদ আলী মোড়ল, পশ্চিমে নুরুল ইসলাম ও পূর্বে মোহাম্মদ আলী মোড়ল। আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মুক্তিযোদ্ধার স্ত্রী জোবেদা আক্তারসহ তার ছেলেরা বিভিন্ন মহলে ষড়যন্ত্র করছে এবং মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে লেখা সকল ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের কাছে বিচারের দাবী জানান। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply