সোহাগ রানা, শ্রীপুর প্রতিনিধিঃ শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে ইবনেসিনা কোম্পানির জমির বাউন্ডারির ভেতরে একটি কাঁঠাল গাছে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ওই যুবক ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের লাক মিয়ার সন্তান রিদয় (২৫)। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝুলন্ত অবস্থায় ওই কাঁঠাল গাছের একটি ডালের সাথে গলায় লুঙ্গির কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ওই গাছের নিচ থেকে উপর পর্যন্ত পিপড়ার মাটিযুক্ত থাকায় কেউ গাছে উঠলে চিন্হ স্পষ্ট দেখা যেতো। যেহেতু গাছে উঠার কোনও চিন্হ দেখা যাচ্ছেনা সেহেতু বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে। শ্রীপুর থানার এসআই মালেক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা, তবে পোস্টমর্টেমের পর মৃত্যুর আসল কারণ নির্নয় করা যাবে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply