এস এম জহিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন এলাকায় ১৪বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত (২৮ জানুয়ারি) মঙ্গলবার শ্রীপুর মডেল থানায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আসামী ওই এলাকার সুলতান উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩৫)। মামলার এজাহার থেকে জানা যায়, ওই কিশোরীকে লাউ শাক দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই যুবক। পরে শাক না দিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক রশি দিয়ে হাত পা বেঁধে (আসামি) আক্তার হোসেনের ঘরের ভিতরে আটকে ধর্ষণ করা হয়। পরে ওই কিশোরীর ডাক-চিৎকারে কিশোরীর মা ঘটনাস্থলে উপস্থিত হলে ওই ধর্ষক পালিয়ে যায়। বর্তমানে ওই কিশোরী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শ্রীপুর থানার (ওসি) লিয়াকত আলী জানান, অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
Leave a Reply