সোহাগ রানা স্টাফ রিপোর্টার গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাওরাইদ ইউনিয়নের সাবেক সদস্যের ছেলের হাতে লুৎফর নাহার (৪৫) নামে এক নারীকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১১জানুয়ারি) বেলা অনুমান ১২ টার দিকে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার টু কওরাইদ সংযোগ সড়কে এঘটনা ঘটে। সে শ্রীপুর উপজেলার আবদার গ্রামের মৃত আঃ হাই মিয়ার মেয়ে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিধাই গ্রামের সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন এর ছেলে মনির হোসেন এর হাতে ওই নারী লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে ।
এঘটনায় ওই নারী শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, আফাজ উদ্দিন এর ছেলে মনির হোসেন ওই নারীর বাড়ীর ভিতরে অনধিকার প্রবেশ করে। ওই নারী পরিচয় জানতে চাইলে মনির নিজেকে আইনের লোক বলে পরিচয় দেন। এবিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মনির ওই নারীর গায়ে হাত তুলে মারপিট করে।
অভিযোগকারী লুৎফর নাহার জানান, আমার ঘরের বারান্দায় দাড়াইয়া থাকতে দেখে আমি তার পরিচয় জিজ্ঞাসা করি,তার পরিচয় না দিয়ে আমাকে আইনের লোক বলিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে আমার গাড়ে স্বজোরে চর মারে এবং দুই হাত দিয়া চুলে ধরিয়া টানা হেচড়া করে মাটিতে ফেলে দেয় এবং আমাকে শ্লীলতাহানির চেষ্টা করে । আমার চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে মনির দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনার বিষয়ে এলাকার গন্যামান্য লোকজনকে জানাইয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। এবং এর সুষ্ঠ বিচার আমি চাই।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন এর ছেলে মনির হোসেন মোবাইল ফোনে বলেন, মারামারি বা ওই নারীর গায়ে হাত তোলার বিষয় সম্পন্ন মিথ্যা। আমি ওই নারীর জায়গাতে প্রস্রাব করার জন্য গিয়ে ছিলাম,কিন্তু ওই নারী আমাকে প্রস্রাব করতে দেখেই পিছন থেকে আমাকে জুতা দিয়ে পিটিয়ে মারধর করেছে। এবং তার জাগায় প্রস্রাব করলে পাচঁ’শ টাকা জরিমানা দিতে হয় কিন্তু আমি জানতাম না। ওই জাগায় প্রস্রাব করলে টাকা দিতে হয়। সেই সব নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। মারধরের বিষয় মিথ্যা।
সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন বলেন,বিষয়টি আমি খবর নিয়ে জেনেছি,আমার ছেলে ওই মহিলাকে কিছু করেনি,বরং ওই মহিলা আমার ছেলেকে মারধর করেছে। তার জমিতে প্রস্রাব করার কারনে। এবং ওই মহিলা এলাকার মেম্বার চেয়ারম্যানসহ অনেক লোকজনকে হয়রানি করেছে এর প্রমান আছে। আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে ফাসানো হচ্ছে।
Leave a Reply