শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নীর্বাচিত হন (জি,এম,পি)বাসন থানার মালেক খসরু

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নীর্বাচিত হন (জি,এম,পি)বাসন থানার মালেক খসরু

হাসান, গাজীপুর: অপরাধ দমন , মাদক নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে গত ডিসেম্বর -২০২১ অপরাধ  পর্যালোচনা সভা  অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের,উত্তর বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নীর্বাচিত হন (জি,এম,পি)বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান।বাসন থানার  অফিসার ইনচার্জ  মালেক খসরুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ উত্তর বিভাগের উপ: পুলিশ কমিশনার জাকির হাসান।  (অপরাধ উত্তর) ।উক্ত অপরাধ পর্যালোচনায় সভায় আরোও উপস্থিত ছিলেন , রেজওয়ান আহমেদ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার)  , সহকারী পুলিশ কমিশনার  (সদর জোন),সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন), সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) ।বাসন থানার সকল পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মালেক খসরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত