ময়মনসিংহ প্রতিনিধিঃ গাজীপুরে সড়ক কবলে পড়ে আহত হয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি ও সাথে থাকা গাড়িচালক ও বডি গার্ড আহত হয়েছেন বলে জানা যায়।
আজ (শনিবার) ১৫.০২.২০২০ সকালে গাজীপুর মহানগরীর রাজৈন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছনো মাত্র এ ঘটনা ঘটে।সকাল সাড়ে নয়টার দিকে রাজৈন্দ্রপুর চৌরাস্তা এলাকায় বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানের গাড়ি পৌঁছালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ সময় তাঁর গাড়ির সামনে আচমকা আরেকটি গাড়ি চলে আসলে খন্দকার মোস্তাফিজুর রহমানের গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে তার গাড়িটি মহাসড়কের আইল্যান্ডে উঠে যায়। এ সময় অল্পের জন্য প্রাণে বেচে যান বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি ছাড়াও তার গাড়িচালক ও বডি গার্ড আহত হয়েছেন।
তাদেরকে শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে শহীদ তাজুদ্দিন মেডিক্যাল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, খন্দকার মোস্তাফিজুর রহমান মাথা-পা ও হাতে বেশি আঘাত পেয়েছেন। শরীরের হার ভেঙে গেছে কি না তা এক্সরের পর বলা যাবে।
Leave a Reply