লালমনিরহাট প্রতিনিধি, মোঃ ফরহাদ হোসেন: শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী জয়নগর এলাকায়। তিনি একটি প্রাইভেট কোম্পানির কর্মী হিসেবে লালমনিরহাটে কর্মরত ছিলেন।
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী বলেন, বুড়িমারী থেকে রংপুরগামী পণ্যবোঝাই একটি ট্রাক জেলা পরিষদ মোড়ে ওই মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।Attachments area
Leave a Reply