সহিংসতা রোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

সহিংসতা রোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
নারীর প্রতি সহিংসতা সমাধানে ১৬ দিনের প্রচারাভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোজ বৃহস্পতিবার শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘মোড়ক উন্মোচন ও সংলাপ’ শীর্ষক এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে সোসাইটি ফর ইনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভলপমেন্ট (সেড) সোসাইটি।
সেড এর পরিচালক ফিলিপ গাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও গবেষক সেলিনা হোসেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন কানাডিয়ান হাইকমিশনার (রাজনৈতিক) প্রতিনিধি রায়া ইয়ামপলস্কি, কানাডিয়ান হাইকমিশনারের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা সৈয়দ সাহনেওয়াজ মোহসীন, শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রাম ভজন কৈরী, সহ-সভাপতি জেসমিন আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জুড়ি চা ভ্যালীর সহ সভাপতি শ্রীমতী বাউরি, রাজঘাট ইউনিয়ন পরিষদের সদস্য কমলা প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে চা বাগানে নারীর সুরক্ষায় সহিংসতা ও বৈষম্যের অবসান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শুরুতে চা শ্রমিক মেয়েরা গান ও নৃত্যের তালে তালে তাদের জীবনের দুঃখ গাঁথা চিত্র তুলে ধরে উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত