মোঃতাইজুল ইসলাম সাঁথিয়া প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ী মহাদেব সরকার হত্যার ঘটনায় পুলিশ ১৬দিনেও কাউকে গ্রেফতার করতে পারেননি। এমনকি কোনে নির্ভরশীল তথ্যসূত্র উদ্ধার করতে সক্ষম হয়নি। এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ছাড়াও পুলিশের গোয়েন্দা বিভাগ কাজ করছে। অতিদ্রত সময়ের মধ্য রহস্যও আসামী গ্রেফতার হবে এমনটাই জানিয়েছেন তদন্ত অফিসার।
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাদেব সরকারকে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার বাড়ির সামনে কুপিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। এ ঘটনায় নিহতের স্ত্রী ৯ ফেব্রুয়ারি সাঁথিয়া থানায় অ্জ্ঞাত ব্যাক্তিদের নামে মামলা করেন। এ ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করলেও ১৬ দিনে কোনো আসামী আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, হত্যাকান্ডের সময় দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত একটি চাদর রেখে যায়। চাদরের সূএ ধরেই পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
Leave a Reply