আজ সোমবার (৮ মে) দুপুরে থানা রোডের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত ইমরান খন্দকার শান্ত’র ভাই মঈন খন্দকার রাজন। তিনি অভিযোগ করে বলেন আমার বড় ভাই ইমরান খন্দকার শান্ত গত ২৮ এপ্রিল সকালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তার মৃত্যুর পর জনৈক জাভেদ মোস্তফা তাকে মদ পান করিয়ে হত্যা করা হয়েছে মর্মে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। যা তার পরিবারের জন্য মান সম্মানের বিষয় হয়ে দাড়িয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় মরহম শান্তু’র বন্ধু শফিকুল ইসলাম পিন্টু, জাহাঙ্গীর আলম, জাফর সাদিক, তানভীর আহম্মেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply