সাভারে ফকির লালন সাঁইয়ের ভাব-দর্শন ও গান নিয়ে সাধুসঙ্গ

সাভারে ফকির লালন সাঁইয়ের ভাব-দর্শন ও গান নিয়ে সাধুসঙ্গ

সাভার  প্রতিনিধিঃ
‘এমন মানব সমাজ কবে গো সৃজন হবে / যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান-জাতি-গোত্র নাহি রবে।’ ফকির লালন সাঁইয়ের ভাব-দর্শন ও গান নিয়ে সাধুসঙ্গ হতে যাচ্ছে আগামী ২৮শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ঢাকা জেলার সাভার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের দক্ষিণপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে শ্রী শ্রী মা যশাইতলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে। এবার প্রথমবারের মতো আসর বসতে যাচ্ছে। এবারের অন্যতম আকর্ষণ কুষ্টিয়ার বাউল দল “অচিন পাখি”। এছাড়া ঢাকার লালন অনুরাগী বাউলরা তো থাকবেনই।
লালনের দর্শন মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই লালন গানের উদ্দেশ্য। তরুণ ও নতুন প্রজন্মের মাঝে লালনের আদর্শ ছড়িয়ে দিতে পারলে সমাজ মাদকমুক্ত হবে, হানাহানি কমবে, সাম্প্রদায়িক সম্পৃতি বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত