রোমান হোসেন সাভার : যথাযথ মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সাভার সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।
স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কেক কেটে দিবসটির শুভ সুচনা করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য আগা খান মিন্টু ও মমতাজ বেগমসহ মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেষে ব্যান্ডের তালে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply