সিংগাইর উপজেলায় অবৈধ মাটি কাটার অপরাধে ৩ টি গাড়ি সহ গ্রেফতার  ৪ 

সিংগাইর উপজেলায় অবৈধ মাটি কাটার অপরাধে ৩ টি গাড়ি সহ গ্রেফতার  ৪ 

এফএম ফজলু :
চারিগ্রাম ইউনিয়ন এর বিভিন্ন জায়গায় অবৈধ মাটি কাটার অপরাধে ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে সিংগাইর থানা পুলিশ ও ৩ টি মাটি বহনকারী গাড়িও জব্দ করেছে।
১৮ এপ্রিল ২০২৩  রোজ মঙ্গলবার সিংগাইর থানাধীন চারিগ্রাম ইউনিয়নের বিভিন্ন  জায়গায় অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ সোহেল রানা (২৬), পিতা- আঃ রাজ্জাক, সাং-দক্ষিন বলধারা, ইউ.পি-বলধারা, থানা-সিংগাইর, ২। মোঃ বাবু (২২), পিতা- মোঃ ছকেল উদ্দিন, সাং-মিতরা, ইউ.পি-মিতরা, থানা-মানিকগঞ্জ সদর, ৩। মোঃ রমজান আলী (২২), পিতা- আঃ কুদ্দুস, সাং-বালিয়াডাঙ্গী, ইউ.পি-সায়েস্তা, ৪। মিজানুর (১৯), পিতা-মানোয়ার, সাং-স্বরুপপুর, ইউ.পি-বায়রা, উভয় থানা-সিংগাইর, সর্ব জেলা-মানিকগঞ্জ-দেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাটি বহনকারী একটি বড় ড্রাম ট্রাক ও ০২টি মাহিন্দ্র গাড়ী, সর্বমোট ০৩টি গাড়ী আটক করিয়া সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত