সিরাজগঞ্জ প্রতিনিধি:
ঘরে বউ রেখে কনে দেখে বেড়ান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মো. রাসেল মিয়া। বছর দেড়েক আগে উপজেলার পানাগাড়িতে গিয়েছিলেন কনে দেখতে। ফিরে এসে মেসেঞ্জারে সখ্য গড়ে তোলেন ওই মেয়ের সঙ্গে। কিন্তু ১৬ মাস পর সত্য প্রকাশ হয়ে যায়। রাসেলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারে মেয়েটি।
সব জানার পর গত শুক্রবার রাসেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন পানাগাড়ির মেয়ে শাপলা খাতুন। বিষয়টি এলাকার মেম্বর ও মুরুব্বিদের নজরে এলে তারা ছেলেপক্ষকে সমস্যা সমাধানের জন্য চাপ দেন।
স্থানীয়দের চাপে শাপলাকে বিয়ে করতে বাধ্য হন রাসেল। ঘটনাটি ঘটেছে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদাও গ্রামে।
এ বিষয়ে ওয়ার্ডের মেম্বর ইব্রাহিম মিয়া বলেন,ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠাই এবং ছেলেপক্ষের সঙ্গে কথা বলে বিয়ের ব্যবস্থা করি।
সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন,বিষয়টা আমি শুনেছি। মেয়েটি কাজীপুরের চরাঞ্চলের পানাগাড়ি থেকে প্রেমের টানে আমার ইউনিয়নের চরকাদাও গ্রামের রাসেল মিয়ার বাড়িতে এসেছে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ৯৯৯-কল পেয়ে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর হাসান গিয়ে ছেলেমেয়েদের জিজ্ঞাসা করলে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন, এলাকার মুরুব্বিদের বিষয়টি সমাধানের কথা বলা হয়।
Leave a Reply