সিরাজগঞ্জ প্রতিনিধি :
সেচ পাম্প খনন করতে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচির দুর্গম যমুনার চরে গ্যাস সদৃশ ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া গেছে।’
আজ রবিবার সকাল থেকে উপজেলার সদর ও বড়ধুল ইউনিয়নের সীমান্তবর্তী দুলুপগাঁতী মৌজার যমুনার চরে এই ঘটনা ঘটে। প্রাকৃতিক গ্যাস মনে করে সকাল থেকেই মানুষ কৌতূহল নিয়ে সে দৃশ্য দেখতে যায়।’
বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন জানান, রবিবার সকালে দুলুপগাঁতী এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্প বসাতে গিয়ে প্লাস্টিকের পাইপে আগুন ধরে যায়। পরে ওই পাইপ দিয়ে অনর্গল ধোঁয়া বের হতে থাকে। সকাল থেকেই এই ধোঁয়া বের হতে থাকে।”
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান জানান, আমরা খবর পেয়েছি বেলকুচির চরে গ্যাস সদৃশ ধোঁয়া নির্গত হচ্ছে। তবে সেটা আদৌ প্রাকৃতিক গ্যাস কিনা সেটা নিশ্চিত হতে পেট্রোবাংলার বিশেষজ্ঞরা বলতে পারবেন। তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লি: এর (বাপেক্স) ভূ-পদার্থিক বিভাগের বিভাগীয় প্রধান হাওলাদার ওহিদুল আলম বলেন, বিবরণ শুনে সেটাকে শ্যালো গ্যাস বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে গ্যাসের কম্পোজিশন দেখে বিষয়টি বলা যাবে।,
এ সময় তিনি বাপেক্সের চেয়ারম্যান অথবা এমডি বরাবর একটি লিখিত আবেদন দেয়ার পরামর্শ দেন।
Leave a Reply