শিরোনাম :
খুলনায় ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল রাক্ষসের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানীমূলক বক্তব্যের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিঘলিয়ায় ইজিপিপি বিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের সাড়ে ছেষট্টি লক্ষ টাকা পড়ে আছে শ্রমিকদের হাতে নওগাঁ জেলার ৬টি আসনে সর্বমোট ৫৫জন মনোনয়ন পত্র দাখিল শেরপুরের তিনটি আসনে মনোনয়ন জমা দিলেন ২২ জন প্রার্থী দিঘলিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান ঝিনাইদহে দুই মাদক কারবারীর কারাদন্ড মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি 
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জরাজীর্ণ ওষুধের দোকানে চলে পোস্ট অফিসের কাজ 

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জরাজীর্ণ ওষুধের দোকানে চলে পোস্ট অফিসের কাজ 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ উল্লাপাড়ার বোয়ালিয়া পোস্ট অফিসের কার্যক্রম অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলছে ভাঙাচোরা দোকানে। অথচ অফিসটির নামে ৫ শতাংশ জায়গা রয়েছে। তবুও হয়নি নিজস্ব ভবন। উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া বাজারে এ অফিসের কার্যক্রম চলছে। পোস্ট মাস্টার এর সাথে কাজ করেন একজন করে ডাকপিয়ন ও রানার।
জানা গেছে, আমিনুল হকের ওষুধের দোকানে ১৩ বছর ধরে পোস্ট অফিসের কাজ চলছে। তিনি একজন পল্লি চিকিৎসক। স্থানীয় বাসিন্দারাও চিঠিপত্র পাঠানোসহ ডাক বিভাগের সব ধরনের সেবা নিতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন, ১৩টি গ্রাম এ পোস্ট অফিসের অধীনে রয়েছে।
পোস্টমাস্টার কে এম আমিনুল হক জানান, তিনি ১৩ বছর ধরে ভাঙাচোরা ওষুধের দোকানে কাজ চালিয়ে নিচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, এ পোস্ট অফিসটি এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি)। বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নুর বাবা এন্তাজ আলী প্রায় ৩০ বছর আগে বোয়ালিয়া বাজারে ৫ শতাংশ জায়গা অফিসের জন্য দান করেন। জমির কাগজসহ এলাকাবাসী ভবন নির্মাণের জন্য পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের (ডিপিএমজি’) কাছে আবেদন করেছেন। তবে তা বাস্তবায়ন হয়নি।
ইডি পোস্ট অফিসের বিষয়ে আমিনুল হক জানান, গ্রামীণ জনগোষ্ঠীর ডাকসেবা নিশ্চিতে এসব ডাকঘরে ব্রিটিশ আমল থেকে কার্যক্রম চলছে’। এতে নিয়োগ দেয় ডাক বিভাগ। পোস্টমাস্টার ৪ হাজার ৪শ রানার ৪ হাজার ২শ ও ডাকপিয়ন ৪ হাজার টাকা সম্মানী পান। তিন পদেই অস্থায়ীভাবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। তবে ডাকঘরের মতোই নানান কাজ এখানে হয়।
বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু বলেন, তাঁর বাবা জমি দান করলেও ডাক বিভাগ এখনও ভবন নির্মাণ করেনি।
ডাক বিভাগের পাবনা অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) আনোয়ার হোসেন। তিনি বলেন, যে সব ইডি পোস্ট অফিসের নিজস্ব জমি রয়েছে, সেগুলোর ভবন নির্মাণে তালিকা করা হচ্ছে। এতে বোয়ালিয়ার নাম আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত