শিরোনাম :
ঝিনাইদহ-১ আসনে এনপিপি থেকে মনোনয়ন জমা দিলেন আনিচ শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন প্রার্থী বগুড়া-৩ আসনে আওয়ামীলীগ জাপাসহ ১৬ জনের মনোনয়নপত্র দাখিল ঝিনাইদহ-৪ আসন থেকে ৫জন  প্রার্থীর মনোনয়নপত্র জমা খুলনায় ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল রাক্ষসের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানীমূলক বক্তব্যের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিঘলিয়ায় ইজিপিপি বিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের সাড়ে ছেষট্টি লক্ষ টাকা পড়ে আছে শ্রমিকদের হাতে
সিরাজগঞ্জ তাড়াশে জমিজমা নিয়ে বিরোধ; অন্তঃস্বত্তা মহিলাসহ আহত’ ৫

সিরাজগঞ্জ তাড়াশে জমিজমা নিয়ে বিরোধ; অন্তঃস্বত্তা মহিলাসহ আহত’ ৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা নিয়ে বিরোধের জেরে মহিলাসহ আহত হয়েছে অন্তত ৫ জন। গুরুত্বর অবস্থায় ১জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি দেখা দিলে সন্ধ্যায় মুহুর্ষ অবস্থায় ওই গৃহিনী মোছা. আবেদা খাতুন (৫০) কে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর’) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া শেখাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়‌া‌বি‌নোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট।
জানা গেছে, হামকুড়িয়া শেখপাড়ার গ্রামের মৃত ঈমান আলীর ছেলে মো. তফের আলী (৫৫) ও মো. রেজাউল করিম (৫২) এর পৈতিক জমিতে বিগত কয়েক বছর যাবত ভোগ দখল করছেন এবং বর্তমানে ওই জমিতে  ভুট্টার চাষও করেছেন। একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মো. সোহরাব (৪৪) ওই জমির মালিক দাবী করে তাহার ছোট ভাই রবিউল (৩৮), মাসুদ রানা (৩৬), মোক্তার (৩২), মোস্তফা (২৮) এবং ভাতিজা মো. সাব্বির হোসেন (২৩)দের সংগে নিয়ে ১৯ নভেস্বর রবিবার দুপুরে ওই জমি জোড় পূর্বক দখল করতে যান। এসময় খবর পেয়ে  তফের আলী ও রেজাউল করিম ওই জমিতে যান এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহরাব আলী ও তার লোকজন লাঠি নিয়ে তফের আলী ও রেজাউল করিমকে বেধড়ক পেটাতে থাকেন। এতে রেজাউল করিমের স্ত্রী আবেদা খাতুন এবং ৭ মাসের অন্তঃস্বত্তা ভাতিজী তাকমিনা খাতুন বাঁধা দিলে তাদেরও বেধড়ক পেটায়। ঘটনাস্থলে আবেদা খাতুনের মাথা ফেটে যায়। পাশাপাশি তফের আলী, রেজাউল করিম এবং অন্তঃস্বত্তা তাকমিনাও গুরুত্ব আহত হন।
পরে প্রতিবেশিরা একত্রিত হয়ে গুরুত্বর অবস্থায় আবেদা খাতুন ও তাকমিনা খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।’
বিষয়টির সম্পর্কে তফের আলী বলেন, আমাদেরকে বাঁশের লাঠি লোহার রড দিয়ে শারিরিক নির্যাতন করা হয়েছে। আমরা এর বিচার চাই।
আর অভিযুক্ত সোহরাব আলী নির্যাতনের প্রসঙ্গে বলেন, উনারা যত নির্যাতনের অভিযোগ করেছেন। তা তত না। ধাক্কা ধাক্কি হয়েছে মাত্র।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আজমাইন ইফতেখার বলেন, আবেদা খাতুনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। তবে বর্তমানে রুগীর আত্মীয়স্বজন আবেদা খাতুনকে অন্যত্রে নিয়ে গেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি’) মো. শহিদুল ইসলাম বলেন, থানায় মামলা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত