বিশেষ প্রতিনিধি :
দেবিদ্বার উপজেলায় সুবিল গ্রামে রাজ্জাক শাহ ভান্ডার মঞ্জিলে হযরত দোনাবক্স (রহঃ) আল-সুবিলপুরী ফকিরের স্মরণে ৭৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার দেশবরেণ্য বাউল শিল্পীদের সারারাত ব্যপী বাউল পালাগান পরিবেশনের মাধ্যমে এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং সুবিল ইউনিয়নে চেয়ারম্যান জনাব আবু তাহের সরকার এবং পরিচালনা করেন (অবঃ) সার্জেন্ট জনাব আব্দুর রহিম আর্মি। রহিম আর্মি বলেন, বিগত ৭৩বছর যাবৎ এই দরবারে হযরত দোনাবক্স (রহঃ) আল-সুবিলপুরী ফকিরের স্মরণে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে। রাজ্জাক ফকিরের ৪ ছেলে যথাক্রমে ১. জুলুস ফকির, ২. ধনু ফকির, ৩. মনু ফকির, ৪. কনু ফকির। বিগত দিনে তারা এই দরবারের সার্বিক দায়িত্ব পালন করেন। বর্তমানে সর্বসম্মতিক্রমে তাদেরই বংশধর বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রবিউল’কে এই দরবারের সার্বিক দায়িত্ব অর্পন করেন। হাজারো ভক্তবৃন্দ ও দর্শনার্থীর আগমন ঘটে এখানে। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত দেশের সুনামধন্য বাউল শিল্পী নয়ন শেখ ও পুতুল দেওয়ান। শিল্পীরা গানে গানে মাতিয়ে রাখে সারারাত। ভক্তরা বাউল সঙ্গীত শুনার জন্য সারারত অধীর আগ্রহে উপস্থিত থেকে ওরশকে জমজমাট করে রাখে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দরবার শরীফ কমিটির লোকাজন উপস্থিত ছিলেন।
Leave a Reply