শিরোনাম :
 সেবাদান কার্যক্রমে প্রথম স্থানে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

 সেবাদান কার্যক্রমে প্রথম স্থানে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মামুন উর রশিদ রাসেল: এবার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে গণমূখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে এগিয়ে থাকায় নীলফামারী জেলায় প্রথম স্থান অধিকার করে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রোববার নীলফামারী জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডোমার উপজেলায় বর্তমান সরকারের গণমূখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে এগিয়ে থাকার স্বীকৃতি স্বরুপ এবং স্বাস্থ্য সেবায় নীলফামারী জেলায় প্রথম স্থান অধিকার করায় মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (বিএমআরসি ভবন) মহাখালী, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব তুলশী রঞ্জন সাহা ও জেলা সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির। এ সময় নীলফামারী জেলার সকল টিএইচও, এফপিওবৃন্দ উপস্থিত ছিলেন,।
এর আগে ২০২২সালে নীলফামারী জেলায় মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২০২১সালে স্বাস্থ্য সেবায় জাতীয় সূচকে বিভাগীয় পর্যায়ে ও নীলফামারী জেলায় প্রথম স্থান অর্জন করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, স্বাস্থ্যসেবা পাওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার।স্বাস্থ্যসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আগামীতে আমরা দেশসেরা হতে চাই। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আনন্দিত ও গর্বিত। অভিনন্দনসহ কৃতজ্ঞতা জানাই নীলফামারী জেলা সিভিল সার্জন মহোদয় সহ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সকল কর্মকর্তা, কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত