নেত্রকোনা:
হাওরে আগাম বন্যা হবার শঙ্কায় নেত্রকোনার খালিয়াজুরীর চাষিদের বোরো ধানকাটার পরামর্শ দিয়ে মাইকিং করছে স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।আবহাওয়া বিভাগের বরাত দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তিন দিন ধরে মাইকিংয়েজানানো হচ্ছে, আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারি বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে। তাছাড়া, এসময়েএ দেশেও কাল বৈশাখি ঝড় ও শীলা বৃষ্টিসহ ভারি বৃষ্টি হতে পারে। মাইকিয়ে আরো জানানো হচ্ছে, ওই বৃষ্টির পানিতে খালিয়াজুরী উপজেলাসহ হওরাঞ্চলীয় হাওরসমূহে আগাম বন্যা হবার সম্ভবনা রয়েছে। তাই হাওর পাড়ের জমির ধান শতকরা ৮০ ভাগ পাকলেই যেন দ্রুত কেটে ফেলা হয়। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এসব এসব তথ্য নিশ্চিত করেছেন।
খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি জানান, খালিয়াজুরীর হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হয়েছে। এ আবাদের শতকরা ৫৫ ভাগ জমির ধান ইতিমধ্যে কাটাও হয়েছে। ৩০ ভাগ জমির ধান জমিতেই রয়েছে পাকা অবস্থায়। আর ১৫ ভাগ জমির ধান রয়েছে কাচা। আগামী ২৩ এপ্রিলের মধ্যে কোন জটিলতা কিংবা অবহেলার কারণে জমির ধান কাটা না হলে আগাম বন্যায় এখানে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবার আশঙ্কা আছে। অবশ্য, ধান কাটা নিশ্চিত করার মাধ্যমে ফসলের ক্ষতি কমিয়ে আনতে কৃষি বিভাগ অধিকতর তৎপর রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply