লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বারোটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর ২১। এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হাওয়ায় অভিযোগ উঠেছে ।
জানা যায়, তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। ওই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মনোনয়নপত্র দাখিল করতে আসা চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও নারী-পুরুষসহ হাজার হাজার কর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান।
উপজেলার বড়খাতা, গড্ডিমারী, সানিয়াজান, সিংঙ্গীমারী , সিন্দুর্না, টংভাঙ্গা, নওদাবাস, ভেলাগুড়ী, গোতামারী, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬ ডিসেম্বর। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল বৃহস্পতিবার। এদিনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মোটর সাইকেলে শোভাযাত্রা, নেচে-গেয়ে, হাজার হাজার লোক নিয়ে মিছিল সহকারে নির্বাচন অফিসের সামনে সমাবেত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এতে সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে জানান অনেক প্রার্থী। নির্বাচন আচরণবিধিতে উল্লেখ করা আছে মনোনয়নপত্র দাখিল করতে প্রার্থীসহ পাঁচজনের বেশি আসা নিষিদ্ধ কিন্তু সেই নির্দেশনা মানছেন না প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। এতে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা করা হচ্ছে।
চেয়ারম্যান প্রার্থীর সমর্থক রাজ্জাক মিয়া বলেন, প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে হাজারো লোক নিয়ে এসে মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন। নির্বাচন অফিসে শত শত কর্মী সমর্থকরা ভিড় করছে। এছাড়াও মোটরসাইকেল শোভাযাত্রার কারনে রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার নাজমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন ববক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, প্রার্থীদের সমর্থকরা আসবে এটাই স্বাভাবিক তবে আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে সে ব্যাপারে পুলিশ সবসময় প্রস্তুত আছে।
Leave a Reply