মিনহাজ পারভেজ,হাতীবান্ধা প্রতিনিধি।
হাতীবান্ধায় কালেক্টরেট সহকারীদের কর্মবিরতিসারা দেশের সঙ্গে সঙ্গতি প্রকাশ করে লালমনিরহাটের হাতীবান্ধায় কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে ৩ দিনব্যাপী কর্মবিরতি চলছে। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কর্মবিরতীর শেষ দিন।
বৃহস্পতিবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে জেলা কালেক্টরেট সমিতির যু্গ্ম সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা ভূমি অফিসের সুপার সুভাস চন্দ্র কর্মবিরতী চলাকালীন তাদের বক্তব্যে বলেন, পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নতি করণের দাবিতে আমাদের এ কর্মবিরতি চলছে।
আমাদের বিশ্বাস মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক দাবি মেনে নিবেন। কারণ একই সঙ্গে যোগদান করে অন্যান্যদের পদবী পরিবর্তন করা হলেও আজও আমাদের একই অবস্থা রয়ে গেছে। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারে যে পদক্ষেপ নিবেন আমরা সব সময় এক সঙ্গে থেকে কর্মসূচি পালন করবো।
Leave a Reply