আন্তর্জাতিক ডেস্ক:
হালাল-প্রত্যয়িত পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে ভারতের উত্তরপ্রদেশ। শনিবার (১৮ নভেম্বর) ভারতের হায়দারাবাদভিত্তিক গণমাধ্যম সিয়াসত ডেইলি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য কমিশনারের কার্যালয় এক আদেশে বলেছে, ‘হালাল-প্রত্যয়িত পণ্য উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রফতানির জন্য উৎপাদিত খাদ্য আইটেমগুলো এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত থাকবে।’
আদেশে বলা হয়েছে, খাদ্য পণ্যের হালাল সত্যায়নপত্র একটি সমান্তরাল ব্যবস্থা, যা খাদ্যসামগ্রীর গুণগত মান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই তা উল্লিখিত আইনের ৮৯ ধারার অধীনে প্রযোজ্য নয়।
এর আগে কয়েকটি সংস্থা অভিযোগ করেছিল, ব্যবসায়ীরা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিক্রয় বাড়ানোর জন্য জাল প্রত্যায়নপত্রের মাধ্যমে পণ্যের সত্যায়ন করে। তাই এর মাধ্যমে মানুষ প্রতারিত হয়। এরপর হালাল প্রত্যায়িত পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাজ্য সরকার।
সূত্র : সিয়াসাত ডেইলি
Leave a Reply