হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে অনাবাদী জমির পরিমান কমিয়ে আনতে ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রুপান্তর করতে ও কৃষকদের সরিষা চাষে উদ্ভুদ্ধ করতে রাজস্ব খাতের আওতায় চলতি ২০১৯-২০ অর্থবছরের রবি মৌসুমে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেল সাড়ে ৪ টায় সাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন,আলিহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ অনেকে।
সভায় বক্তারা, অনাবাদী জমির পরিমান কমিয়ে আনতে ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রুপান্তর করতে কৃষকদের আমন ও বোরো চাষের মাঝে সেই জমিতে সরিষা চাষের পরামর্শ প্রদান করেন। সেই সাথে উৎপাদন খরচ কম হওয়ায় ও ফলন ভালো হওয়ায় সরিষা চাষ লাভজনক ফসল বলে জানানো হয়।
Leave a Reply