আলোকিত ডেস্কঃ নিজ ডিএনসিসি ৫১ নং ওয়ার্ড এ বসবাসকারী সহ সকলের প্রতি ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ দারুণ একটি বছর গেল। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন আর নতুন বছরে যেন আমাদের ঈমান মজবুত হয়। সবাইকে ২০২০ সালের নববর্ষের শুভেচ্ছা।’
‘ভয়’ সে তো পরাজয়ের অন্ধকার সিঁড়ি! ‘শঙ্কা’ সে তো বেঁচে থাকার গ্লানি! দূর হোক ভয়, চিত্তে শঙ্কা নয়। নতুনের কেতন উড়িয়ে আসুক চেতনার ঝান্ডা। নব-উদ্যোমে প্রাণ জাগিয়ে গাও মানুষেরই জয়গান।
অন্যদিনের মতো আজও সূর্য উঠবে প্রকৃতির নিয়মে। আজও সে সূর্য আলো ছড়িয়ে ভুবন আলোকিত করবে স্বাভাবিক নিয়মে। এমন স্বাভাবিকতার মধ্যেও আনন্দ-উল্লাস মেলে ধরবে নতুন বছরের নতুন সূর্য।
আজ ইংরেজি নববর্ষ ২০২০। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত গোটা দুনিয়ার মানুষরা। হতাশা আর জরাকে পায়ে মাড়িয়ে আশা-উদ্দীপনায় নতুন জীবনের স্বপ্ন দেখবে সবাই। না পাওয়ার বেদনা ভুলে নতুনের সুরে গাইবে জীবনের জয়গান। অগ্রযাত্রার মশাল হাতে নিয়ে আলোময় আর সুন্দর করবে জীবনের পথচলা। সকল পুরনো পেছনে রেখে নতুনকে সারথি করতে ব্যাকুল হবে মন। ব্যাকুল হবে নতুন বছরের নতুন সূর্যে মনের রঙ রাঙাতে। সবাইকে আবারো নববর্ষের অনেক শুভেচ্ছা। গত বছর যেভাবেই কাটুক, নতুন বছর সবার জীবনে সুখ এবং শান্তি বয়ে আনুক।
Leave a Reply