মাহবুব আলম প্রিয়:
সরকারী ছুটির দিন আর মেলার শেষ ১০ দিনে ছাড়ের আশায় প্রায় ২ লাখ দর্শনার্থীর আগমন হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে দর্শনার্থী হলেও ক্রেতা কম থাকায় হতাশ হয়েছে ব্যবসায়ীরা। রয়েছে দাম নিয়ে অভিযোগ।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১ তম দিন শনিবার দুপুর থেকেই মেলায় আসতে থাকে লাখো দর্শনার্থী। মেলায় প্রবেশের একমাত্র সড়ক ঢাকা বাইপাসে যানজট সমস্যায় দর্শণার্থীদের ভোগান্তি ছিল বিব্রতকর। ধুলোবালি আর হকার উৎপাত ছিলো বেশি পরিবহন ভাড়া নিয়েও ভোগান্তি রয়েছে। তবে সব ভোগান্তি পেরিয়ে মেলায় কানায় কানায় পূর্ণতা পেয়েছে। টিকেট বিক্রিতে ঠিকাদাররা খুশি হলেও ব্যবসায়ীরা যেন হতাশ। ক্রেতাদেরও অভিযোগ দাম বেশি রাখার৷ তবুও আয়োজকদের দাবী এবারের মেলা গত ২৬ আসরের রেকর্ড ছাড়িয়ে যাবে।
মুশুরী থেকে মেলায় ঘুরতে আসায় মাহমুদুল হাসান নয়ন বলেন, বিপুল পরিমাণ দর্শনার্থীর আগমন মেলায়। শেষ মুহুর্তে ব্যবসায়ীরা ছাড় দিচ্ছেন শুনে পরিবার নিয়ে আসলাম। এখন দেখলাম ভীর। দামও বেশি মনে হচ্ছে।
মেলার ঘুরতে আসা জিয়ারুল ইসলাম বলেন, এবার দর্শনার্থীরা আগমন থাকলেও সেলফি আর আড্ডায় মেতে ছিলো অনেকে। প্রবেশ পথে যাবার সময় দেখলাম অনেকের হাত খালি। বুঝাই যাচ্ছে শুধুমাত্র ঘুরতে এসেছেন অনেকে। তবে এবার মেলা অন্যবারের তুলনায় সফল দাবী করেন তিনি।
এদিকে ক্রেতা আকর্ষন করতে ব্যবসায়ীরা দিচ্ছেন তাদের পন্যমুল্যে বিশেষ ছাড়। কিন্তু সে ছাড়েও ক্রেতা পাচ্ছেনা খুব একটা। মেলার স্টলগুলোর চারপাশে মানুষজনদের ঘুর ঘুর করতে দেখলেও পন্য ক্রয় করতে দেখা যায়নি। ইছাখালীর এলাকার বাসিন্দা কুইন বিউটি পার্লারের মালিক মিথিলা আলম জানান, নারী ক্রেতাদের পছন্দের পন্য হলো গৃহস্থালি আর অঙ্গ সাজসজ্জার পন্য। তবে বিদেশী নাম দিলেও এসব চকবাজারের রেগুলার পন্য মনে হয়েছে। তাই ক্রয় করতে এসেও শুধুমাত্র খাওয়া দাওয়া আর দেখে বাড়িতে চলে আসছি।
এদিকে মেলার আয়োজকরা দাবী করছেন, ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ২৭ তম এ আসর পূর্বাচল সফলতম হবে।
Leave a Reply