এম,লুৎফর রহমান,নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর বেলাবতে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাওয়ালের চর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মুসা মিয়া (৩৩), পিতা- আফতাব উদ্দিন, সাং- কামারকোনা ও ২। মোঃ শরীফ আফ্রাদ (২৪), পিতা- মৃত আমির হোসেন, সাং- চর কাওনিয়া, উভয় থানা- কাটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ভাওয়ালের চর দক্ষিণপাড়া এলাকার কাঁচা সড়কের একটি দোকানের সামনে উক্ত দুই মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে বেলাব থানার এসআই মীর মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে পালানোর সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক এবং তাদের দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুসা মিয়া (৩৩) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply