শিরোনাম :
অদৃশ্য শক্তির মাধ্যমে বহাল তবিয়তে SBAC ব্যাংকের দূর্নীতিবাজ চেয়ারম্যান মোখলেছুর রহমান যেকোনো তথ্য জনগণকে জানানো গণমাধ্যমের অন্যতম লক্ষ্য হওয়া উচিত রাজু আহম্মেদ (তাইজুল) রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষ্যে সাভারে (এনসিপি) সদস্য সচিব- আখতার হোসেন সাভারে সেনা কল্যাণ ও খাদ্য অধিদপ্তরের ভুয়া লেবেল দিয়ে পশুখাদ্য বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা সাভারে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ জুয়েল মিঞা সাভারে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পূর্বধলায় সাবেক সংসদ সদস্য সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা গাজীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলা ও লুটপাট! ওসমান গনির হাতে দখলকৃত সড়ক জনপথের সম্পত্তি উদ্ধারের বাধা কোথায়? গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
অদৃশ্য শক্তির মাধ্যমে বহাল তবিয়তে SBAC ব্যাংকের দূর্নীতিবাজ চেয়ারম্যান মোখলেছুর রহমান

অদৃশ্য শক্তির মাধ্যমে বহাল তবিয়তে SBAC ব্যাংকের দূর্নীতিবাজ চেয়ারম্যান মোখলেছুর রহমান

সরকার ও বাংলাদেশ ব্যাংকের টনক এখনো কেন নড়ছে না?

কোন অদৃশ্য শক্তির মাধ্যমে এখনো বহাল তবিয়তে SBAC ব্যাংকের দূর্নীতিবাজ চেয়ারম্যান মোখলেছুর রহমান।

বিশেষ প্রতিবেদন: মোখলেছুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের প্রতিষ্ঠান জেমকন গ্রুপে বেতনভুক্ত কর্মচারী ছিলেন। ১৯৯৬ সাল হতে ২০০৬ সাল পর্যন্ত এই সময় তিনি এমপি নাবিলের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মচারী হয়ে ওঠেন। তাই এমপি নাবিল ও তাহার বাবা কাজী শাহেদ তাকে তাহাদের কোম্পানির অবৈধ অর্থ সংরক্ষনের জন্য নির্বাচন করেন ও তাহার নামে একটি পোল ফ্যাক্টরী লিখে দেন। এবং তাহাতে বিনিয়োগ করেন। তার পর থেকেই তিনি ২০০৯ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামীলীগের শাসন আমলে এমন কোন অপকর্ম নেই যে সে করে নাই। তাহার প্রধান হাতিয়ার ছিল আওয়ামীলীগের এমপি কাজী নাবিল। তাহার অবৈধ অর্থের মাধ্যমে তিনি B&T গ্রুপ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি কাজী নাবিলের অবৈধ অর্থ সংরক্ষণ করেন এবং এই অর্থ দিয়েই সে তাহার নামে ও তার ছেলের নামে এসবিএসি ব্যাংকের ২ টি শেয়ার ক্রয় করেন এবং তিনি ও তাহার ছেলে এই ব্যাংকের ডাইরেক্টর বনে যান। তিনি একজন কর্মচারী থেকে আজ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি সত্যিই আলাদিনের চেরাগ পেয়েছেন তা না হলে এতো তাড়াতাড়ি বৈধ উপায়ে এতো সম্পদের মালিক হওয়া যায় না। তিনি ও তাহার ছেলে, মেয়ে ও স্ত্রীর নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশের বিভিন্ন স্থানে রয়েছে এছাড়াও দেশের বাহিরেও বিপুল পরিমানের অর্থ ও সম্পদ তাহাদের নামে রয়েছে এ যেনো এক কাল্পনিক গল্পের কাহিনীর মত কাহিনী। তার ছেলের বয়স ১৮ হওয়ার সাথে সাথেই ট্যাক্স ফাইলে ২৫ কোটি টাকার মালিক বনে গেছেন। কিভাবে হয়েছেন তাহা কোনদিনে এনবিআর ও সিআইসি এবং দুর্নীতি দমন কমিশন জানতেও চায়নি। আবার মেয়ের বয়স ১৮ হওয়ার সাথে সাথেই সেও প্রায় ৯ কোটি টাকার মালিক হয়ে গেছেন। এটাও এনবিআর ও সিআইসি এবং দুর্নীতি দমন কমিশন জানতেও চায়নি। বর্তমানে তিনি ও তাহার স্ত্রী ও ছেলে, মেয়ে মিলে ট্যাক্স ফাইলে গোজামিল দিয়ে ও NBR কে ম্যানেজ করে – ৩১৮+১৪+১৫৭+১৩২= ৬২১ কোটি টাকা দেখিয়েছেন এগুলো যেনো দেখার কেউ নেই। কিভাবে এতো টাকার মালিক হলেন টাকার উৎস কোথা থেকে এলো এগুলো দেখার কেউ নেই। এ যেনো NBR এর অফিসারদের টাকা দিলেই সব ঠিক হয়ে যায় এটাই বাংলাদেশের দুর্ভাগ্য। এতো ট্যাক্স এর কাহিনী। এছাড়াও ট্যাক্স ফাঁকি ও অবৈধ অর্থের যেন কোন শেষ নেই। মোখলেছুর রহমানের নামে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাতে সব মিলিয়ে ৩৩২ বিঘা সম্পত্তি পাওয়া গেছে। যাহার আনুমানিক মূল্য প্রায় হাজার কোটি টাকারও উপরে এবং তেজগাঁও লিংক রোডের শান্তা টাওয়ারে ৬ টি বাণিজ্যিক ফ্লোর পাওয়া গেছে যাহার আনুমানিক বাজার মূল্য ২৫০ কোটি টাকার মতো। এছাড়াও তাহার নামে বসুন্ধারা আবাসিকের আই ব্লোকে ১০ বিঘা সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যাহার বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এছাড়াও তাহার নামে বনানীর কামাল আতার্তুক এভিনিউতে ১৫ তলা বানিজ্যিক ভবন পাওয়া গেছে যাহার আনুমানিক বাজার মূল্য ৩০০ কোটি টাকা প্রায়। এছাড়াও তাহার নামে নিজ জেলাতে বিশাল বাগান বাড়ি রয়েছে যাহার আনুমানিক বাজার মূল্য ১০০ কোটি টাকা প্রায়। এছাড়াও তাহার নামে বিভিন্ন ব্যাংকে কয়েকশত কোটি টাকার এফডিআর রয়েছে। এছাড়াও ছেলে মেয়ে ও স্ত্রীর নামে গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুর সহ দেশের বিভিন্ন জেলাতে বাড়ি ও প্রচুর সম্পত্তি রয়েছে যাহা ট্যাক্স ফাইলে দেখানো নাই। সবই অবৈধ অর্থের মাধ্যমে অর্জন করেছেন। এত অবৈধ অর্থের উৎস কোথায় তা সরকার জানতেও চাচ্ছে না কেন? এটা আমাদের জানার বিষয়। তাহার নামে দুর্নীতি দমন কমিশনে, এনবিআর ও সিআইসিতে এবং বাংলাদেশ ব্যাংকে একাধিক অভিযোগ রয়েছে এখনো কেনো তদন্ত হচ্ছে না এটাও জনগন জানতে চায়? এবং বিভিন্ন প্রত্রিকায় ও নিউজ চ্যানেলে তাহার বিরুদ্ধে প্রমানসহ খবর প্রকাশিত হওয়া সত্ত্বেও কোন অদৃশ্য শক্তির মাধ্যমে তিনি এখনো বহাল তবিয়তে SBAC ব্যাংকের চেয়ারম্যান আছেন তাহাও জনগণ জানতে চায়? এই দুর্নীতিবাজ আওয়ামী পন্থী চেয়ারম্যান ব্যাংকে বসার পরপরই এই ব্যাংকটিকে ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছেন যাতে সরকারের অর্থনীতিতে বিরুপ প্রভাব পরে, এটাকি সরকার দেখতে পারছেন না? তিনি চেয়াম্যান পদে বসার পরপরই অতিরিক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও ম্যানেজিং ডাইরেক্টরকে অনৈতিক কাজের জন্য চাপ দিলে তাহারা রাজি না হওয়ায় তাহাদেরকে জোর পূর্বক পদত্যাগ করিয়েছেন এমনকি তিনি বাংলাদেশ ব্যাংকের কোন গাইড লাইন অনুসরণ না করেই ডিএমডি নাজিমুদ্দৌলাকে এই ব্যাংকে নিয়োগ দিয়েছেন ও এনআরবিসি ব্যাংকের অতিরিক্ত ম্যানেজিং ডাইরেক্টর রবিউল সাহেব কে এই ব্যাংকের অতিরিক্ত ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন এমনকি ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্বও সিসিতে তাহাকে দিয়েছেন। এই অতিরিক্ত ম্যানেজিং ডাইরেক্টর রবিউল সাহেবের নামে দুর্নীতি দমন কমিশনে আগে থেকেই মামলা চলমান রয়েছে। এই দুর্নীতি বাজ চেয়ারম্যান তাহার পছন্দের সকল দুর্নীতিবাজ লোকদের এখানে নিয়োগ দিচ্ছেন। এতে বুঝা যাচ্ছে যে, সে এই ব্যাংকটি ধ্বংস করে দিবেন ও এই ব্যাংক থেকে বিপুল অংকের অর্থ লোপাটের পরিকল্পনা করছেন তা সম্পূর্ণ স্পষ্ট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এগুলো দেখার কেউ নেই এমনকি বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে কোন ধরনের কোন পদক্ষেপ নেই। এমন চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? নাকি সরকার দেখেও না দেখার ভান করছে। নাকি কোন তথ্য আমাদের কাছ থেকে সরকার লুকানোর চেষ্টা করছে? আমরা ও জনগন সরকারের নিকট জানতে চাই এই দুর্নীতিবাজ আওয়ামী পন্থী চেয়ারম্যান মোখলেছুর রহমানের পিছনের অদৃশ্য শক্তি কে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত