শিরোনাম :
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী: প্রধানমন্ত্রী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভয়ঙ্করভাবে পরিচালনা হয়েছে: ডেভিড শুব্রিজ ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে দ্বিতীয় ধাপে : সিইসি ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন হালান্দ নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড  ভালো ভাবনার আহ্বানে ফরিদপুর কোট চত্বরে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জরিমানা করেছে মোবাইল কোর্ট  মহাসড়কে শিয়ালের বিচ্ছিন্ন দেহাংশ, পিছলে সাংবাদিক গুরুতর আহত  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি’র জানাজা আজ
আবেদনের এক বছরেও প্রতিবন্ধী শিমু‘র ভাগ্যে মেলেনি প্রধানমন্ত্রী উপহারের ঘর

আবেদনের এক বছরেও প্রতিবন্ধী শিমু‘র ভাগ্যে মেলেনি প্রধানমন্ত্রী উপহারের ঘর

বারহাট্টা প্রতিনিধি :
লোকমুখে শুনে মুজিববর্ষের ঘর পেতে  প্রাক্তন মেম্বার  আলাউদ্দিনের মাধ্যমে  আবেদন করেছিলেন  শারীরিক প্রতিবন্ধী বিধবা শিমু বেগম (৩৪)। এক বছর আগে যথাযথ ভাবে আবেদন করেও মেলেনি কাঙ্খিত ঘর কিংবা সরকারি কোন  সহায়তা।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনেকে সরকারি ঘর পেলেও এই প্রতিবন্ধী   বিধবা শিমু বেগম    আবেদন করেও পাননি এ সুবিধা। একটু আশ্রয়ের আশায় দিক-বেদিক ঘুরেও সরকারি ঘরের তালিকাভুক্ত হতে পারেনি  তিনি।
সরজমিনে শুক্রবার  (৩ রা জুন) দুপুরে গিয়ে দেখা গেছে বারহাট্টা সদর ইউনিয়ন বীর পাগলী গ্রামের বাসিন্দা মৃত মন্নাফ মিয়া স্ত্রী  শিমু বেগম   একবেলা খাইলে অন্যবেলায় খাবার যোগাতে  পারে না এই প্রতিবন্ধী শিমু বেগম  থাকার যে ঘরটি রয়েছে সেটি বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি টিনের চালায়  পলিথিনের বেড়া  দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
৩ শতাংশ জমিতে ছোট্ট একটি  ঘর  এছাড়া  আর কোন জমি নেই।  অভাব-অনটন যেন তার নিত্যসঙ্গী। অসহায়  স্বামীহারা ওই প্রতিবন্ধী   নারী দু’সন্তান ছেলে( ৫)   মেয়ে( ৭) নিয়ে থাকেন এই ঘরে।
জীবন চলছে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। এতো দিনেও মাথা গোঁজার মতো নিরাপদ কোনো ঘর নেই তাঁর। প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরও জোটেনি  শিমু বেগমের   কপালে।  তার  জিজ্ঞাসা, আর কত নিঃস্ব হলে এতিমের কত চোখের জল পড়লে     ঘর জুটবে। তারপর তিনি কান্নায় ভেঙে পড়েন।
 এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম   বারহাট্টা প্রেস ক্লাবের সেক্রেটারী ফেরদৌস  আহমেদ বাবুল ও সাংবাদিক বিন্দের পতি  আকুতি জানিয়ে বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের সহযোগিতায় – ‘ হাজার হাজার পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমাকে  নয় এই  এতিম ছেলে মেয়ের দিকে তাকিয়ে একটি ঘর দেন। আমি আপনাদের  জন্য নামাজ পড়ে দোয়া করব।
এলাকা  বাসী  জানান, শিমু বেগম একজন প্রকৃত  গরিব অসহায় তিন শতাংশ জমি একমাত্র সম্বল   অদ্যবধি পর্যন্ত তার নামে  ঘর বরাদ্দ না হওয়ার বিষয়টি দুঃখজনক। ওই অসহায় নারীকে একটি ঘর  করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে হস্তপে কামনা করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত