খুলনার দেয়াড়া-দৌলতপুর বাজার খেয়াঘাটের মালিকানা দ্বন্দ্বে সারাদিন পারাপার যাত্রীদের চরম হয়রানি ও দুর্ভোগ

খুলনার দেয়াড়া-দৌলতপুর বাজার খেয়াঘাটের মালিকানা দ্বন্দ্বে সারাদিন পারাপার যাত্রীদের চরম হয়রানি ও দুর্ভোগ

সৈয়দ জাহিদুজ্জামান :
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার দেয়াড়া-দৌলতপুর বাজার খেয়াঘাট ইজারা দ্বন্দ্বে রাষ্ট্রীয় দুই সংস্থার লড়াইয়ের জের ধরে গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পারাপার যাত্রীদের চরম হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়। খুলনা সিটি করপোরেশনের ঠিকাদার ও জেলা পরিষদের ঠিকাদারের ইজারাদারের টোল আদায়কে কেন্দ্র করে এ দ্বন্দ্ব শুরু হয়। এবং এক পর্যায়ে ইজারাদার নতুন ঠিকাদারকে ঘাট ছেড়ে না দিয়ে দৌলতপুর বাজার পাড়ে টোল আদায় করতে থাকলে নতুন ঠিকাদার দিঘলিয়ার দেয়াড়া পারে টোল আদায় শুরু করে। দুই পারে টোল আদায় চলতে থাকায় পারাপার যাত্রীরা চরম হয়রানি ও দুর্ভোগে পড়ে। প্রত্যেক পারাপার যাত্রীকে তিনগুন পারানি বা টোল দিতে হয়। এভাবে দুপুর পর্যন্ত চললেও পরবর্তীতে ঘাটটিতে লোক পারাপার বন্ধ হয়ে যায়। এদিকে ঘাটে তিনগুন টোল আদায় করাকে কেন্দ্র করে প্রতিবাদী লোকদের কেএমপি থানা পুলিশকে কয়েকজনকে বেধড়ক মারপিট করতে করতে দোকানের মধ্যে নিয়ে চড়-থাপ্পর দিতে দেখা গেছে।
এদিকে ঘাটে পারাপার বন্ধ থাকলেও বিকাল সাড়ে ৫টায় পুনরায় টোলবিহীন অবস্থায় চালু হয় বলে জানা গেছে।
উল্লেখ্য দেয়াড়া-দৌলতপুর বাজার খেয়াঘাটটি এক সময় মুক্তিযোদ্ধা সংসদ নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে জেলা পরিষদ এ ঘাট ইজারা দিয়ে আসছিল। এ ঘাটটি সুজন নামে জনৈক ব্যক্তি কয়েক বছর আগে এ ঘাটটি জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে ঘাটটি চালিয়ে আসে। ঘাট চালাতে গিয়ে উক্ত সুজনের বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ ওঠে। পরবর্তীতে জেলা পরিষদের এ ঘাট নতুন করে ঠিকা দিতে গেলে নানা আইনি জটিলতা সৃষ্টি করে খাস কালেকশন চালু করে জেলা পরিষদ। পরবর্তীতে জেলা পরিষদ নতুন করে ঘাট ইজারা দিলে জামান নামক জনৈক ব্যক্তি ঠিকা নিয়ে পূর্বের সুজনকে তিনি ইজারা দেন। এদিকে দেয়াড়া-দৌলতপুর বাজার খেয়াঘাটের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে খুলনা জেলা পরিষদ ও খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে ঠান্ডা লড়াই চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় খুলনা সিটি করপোরেশন উক্ত ঘাটটি এ বছর ডাকে মেসার্স মোড়ল এন্টারপ্রাইজের মালিক মোঃ হায়দার মোড়ল পান। সেই মোতাবেক টোল আদায় করতে ঘাটে গেলে হায়দার মোড়লের সাথে জনৈক সুজনের দ্বন্দ্ব শুরু হয়। ঈদকে সামনে নিয়ে এ ঘাট দিয়ে সাধারণ পারাপার যাত্রীদের যেন হয়রানি ও বাড়তি হয়রানি না হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে দৌলতপুর বাজার ব্যবসায়ীসহ সকল শান্তিপ্রিয় মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত