গাজীপুরে ১৩৩ বােতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে ১৩৩ বােতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা তিনসড়ক এলাকা হইতে ১৩৩ বােতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১, গত ০৫ ডিসেম্বর ১৫.০৫ ঘটিকায় সময় র‌্যাব-১, গাজীপুরের একটি আভিযানিক দল গােপন সংবাদ ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা তিন সড়ক মাথা এলাকায় কতিপয় লােক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম ইসলাম এর নেতৃত্বে জিএমপি, গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা তিনসড়ক এলাকায় সােলায়মান এর চায়ের দোকানের সামনে গাজীপুর চৌরাস্তা-জয়দেবপুর পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী মােঃ ইউসুফ আলী(৪৮), পিতা-মৃত কলিম উদ্দিন, মাতা-মৃত সাফিয়া বেগম, সাং-উত্তর উজিরপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ’কে হাতে নাতে ধৃত করেন এবং তার দখল হইতে উদ্ধারকৃত সর্বমােট ১৩৩(একশত তেত্রিশ) বােতল ফেন্সিডিল, ০২(দুই)টি মােবাইল ফোন ও নগদ ৪৪০/- (চারশত চল্লিশ) টাকা উদ্ধার করে। সাক্ষীদের উপস্থিতিতে বর্ণিত জব্দকৃত অবৈধ মাদক ফেন্সিডিল সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন ধরিয়া ভারতের সীমান্তবর্তী এলাকা হইতে চোরাই পথে ফেন্সিডিল বাংলাদেশে আনিয়া ঢাকা ও গাজীপুর এলাকায় পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। উপরােক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত