গুগল ক্রোম ব্যবহারকারিদের জন্য সুসংবাদ ও দঃসংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারিদের জন্য সুসংবাদ ও দঃসংবাদ

প্রযুক্তি ডেস্ক:

বছরের শুরুতেই নিজ ব্রাউজার ব্যবহারকারীদের জন্য একই সঙ্গে সুসংবাদ ও দুঃসংবাদ জানাল গুগল ক্রোম। সুসংবাদ হলো, নতুন আপডেট নিয়ে আসছে অ্যালফাবেটের এই সংস্করণ। আর দুঃসংবাদ হলো, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮/৮.১ চালিত ল্যাপটপগুলোতে গুগল ক্রোমের নতুন আপডেটও পাওয়া যাবে না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদনে গুগল জানায়, চলতি মাস থেকেই উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮/৮.১ অপারেটিং সিস্টেমচালিত ল্যাপটপগুলোতে ক্রোমের হালনাগাদ সংস্করণ সমর্থন বন্ধ হয়ে যাচ্ছে। গুগল ক্রোমের নতুন সংস্করণ ব্যবহার করতে চাইলে উইন্ডোজ আপগ্রেড করে নিতে হবে। বিশ্বের জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন জানায়, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮/৮.১ অপারেটিং সিস্টেমচালিত ল্যাপটপগুলোতে সর্বশেষ সংস্করণ হিসেবে ‘ক্রোম ১০৯’ সমর্থন করবে।

আসন্ন ক্রোম সংস্করণ অর্থাৎ গুগল ক্রোম ১১০-এর জন্য প্রয়োজন হবে উইন্ডোজ ১০ বা ১১ অপারেটিং সিস্টেম। তবে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮/৮.১ অপারেটিং সিস্টেমের কম্পিউটার/ল্যাপটপ ব্যবহারকারীরা এখনও তাদের ডিভাইসে গুগল ক্রোমের আগের সংস্করণ ব্যবহার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা আপডেট পাবেন না তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত