জনগণের নিরাপত্তা আমদের প্রতিজ্ঞা উত্তরা বিমানবন্দর ট্রাফিক পুলিশ

জনগণের নিরাপত্তা আমদের প্রতিজ্ঞা উত্তরা বিমানবন্দর ট্রাফিক পুলিশ

আশরাফুল ইসলাম : আমরা জানি উত্তরা বিমানবন্দর এলাকা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এবং ব্যাস্ততম এলাকা। ঢাকা সহ সারা দেশের জনগণের প্রস্থান ও আগমনের একটি কেন্দ্র বিন্দু। আমরা এটাও জানি বিমানবন্দ থেকে গাজীপুর পর্যন্ত বি আর টি প্রকল্পের কাজ চলছে, বিমানবন্দ থার্ড টার্মিনাল কাজ চলছে।রাস্তা থেকে গাড়ি কমানো হয়নি জনগণ অন্য রাস্তা ব্যবহার করছে না। ব্যস্ততম রাস্তার কাজ ও গাড়ি সচল রাখতে বিমানবন্দর ট্রাফিক পুলিশের অবদান অনেক প্রশংসনীয়। সকল থেকে সারা দিন যানবাহন সচল রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ঝড়, বৃষ্টি, রোদ তীব্র শীত উপেক্ষা করে তাদের দায়িত্ব পালনে তারা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি অবচেতন মানুষকে সচেতন করতে নিরলস পরিশ্রম করছেন,একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না। আপনি বেঁচে থাকলে আপনার পরিবার বেঁচে থাকবে। সারাদিনে হাজারো গাড়ি বাস,ট্রাক মোটরসাইকেল, পিক আপ,কাভার ভ্যান,প্রাইভেটকার,মাইক্রোবাস, কোন গাড়ির স্পিড কত ড্রাইভার স্বাভাবিক আছে কিনা, গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র গাড়ির ফিটনেস, এতকিছু মাথায় নিয়ে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন সড়ক দুর্ঘটনা শূন্যতে নিয়ে আসার জন্য। ট্রাফিক বিমানবন্দর .টি আই মোহাম্মদ ইউনুস তিনি জানান আমাদের এখানে খুব সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হয়, কারণ বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসছে শুধু পর্যটকই নয় বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠানে বিদেশীরা কাজ করছেন ও যারা বাংলাদেশে কাজ করে দেশে ফিরে যাচ্ছেন তাদের যেন ভোগান্তি না হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হয়। তিনি আরো জানান ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের মধ্যে অবতরণ করতে পারছেন না, সকালের ফ্লাইট দুপুরে,দুপুরে ফ্লাইটে ও দুপুরে,বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ে ও গাড়ি নিয়ন্ত্রণে বিমানবন্দর ট্রাফিক পুলিশে হিমশিম খেতে হচ্ছে। হাল ছাড়ছেন না চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে। তিনি বলেন আপনারা জানেন বাংলাদেশের ড্রাইভারদের লাগামহীন গাড়ি চালানো, তাদের উপর নজর রেখে আমার সাথে কাজ করা সকল অফিসার জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের নিরাপত্তায় কাজ করেন। এই ফ্লাইওভারের কাজগুলো ও বিমানবন্দর থার্ড টার্মিনাল এর কাজ শেষ হলে তার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তিনি সাক্ষাৎকার শেষে বলেন আসুন আমরা সবাই ট্রাফিক আইন মানি সুস্থ স্বাভাবিক জীবন গড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত