ডোমারে সেবা হাসপাতালের উদ্বোধন 

ডোমারে সেবা হাসপাতালের উদ্বোধন 

মামুন উর রশিদ রাসেল:
নীলফামারীর ডোমারে অত্যাধুনিক মেশিনে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতির নিশ্চয়তা দিয়ে সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শহরের প্রাণকেন্দ্র বনোয়ারীর মোড় নামক স্থানে সেবা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন উদ্বোধক ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডাঃ আয়নুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা,পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাঃ ফারজানা আফরিন, ডক্টরস্ ক্লিনিকের স্বত্ত্বাধিকারী মাহবুব উর রশীদ মাসুমসহ স্থানীয় ব্যবসায়ী, সুধিজন উপস্থিত ছিলেন।
সেবা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডাঃ আইনুল হক জানান, উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে। সঠিক রোগ নির্ণয়ে পরিক্ষা নিরিখা ও উন্নত মানের চিকিৎসা সেবা দিতে অত্র হাসপাতালের উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত