দিঘলিয়ার ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে বড় ধরণের অগ্নি দুর্ঘটনার থেকে রক্ষা পেল পথের বাজার

দিঘলিয়ার ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে বড় ধরণের অগ্নি দুর্ঘটনার থেকে রক্ষা পেল পথের বাজার

সৈয়দ জাহিদুজ্জামান:
দিঘলিয়ায় অবস্থিত নদী ও স্থলপথ ফায়ার স্টেশনের সদস্যদের দ্রুত সময়ের কার্যকরী পদক্ষেপে স্থানীয় পথের বাজার ব্যবসায়ীরা বড় ধরণের অগ্নি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেল। ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত গভীর রাতের। দিঘলিয়া উপজেলার পথের বাজার নামক বাজারের জনৈক ইসরাফিল মল্লিকের নব নির্মিত দোতলা মার্কেটের সিঁড়িতে রাখা নানা পরিত্যক্ত কাগজ, কার্টুন জাতীয় জিনিস পত্রে আগ্নি কান্ডটি সংঘটিত হয়। আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলে ওঠে। বাজার ব্যবসায়ীদের কেউ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফরমাইশখানা ফায়ার সার্ভিসের চৌকস টিম ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। তাঁরা আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের যোদ্ধারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দিঘলিয়া উপজেলা ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ এ প্রতিবেদককে জানান, উক্ত মার্কেটের দোতলার সিঁড়িতে বসে কেউবা কারা বিশ্রামে বসে মশার কয়েল জ্বালিয়ে রেখে নিভাতে ভুলে গিয়ে স্থান ত্যাগ করা অথবা ধুম পান করে সিগারেটের আগুন অসাবধান বসত সংরক্ষিত কাগজ ও কার্টুনের মাঝে ফেলে স্থান ত্যাগ করাই এ অগ্নকান্ডের কারণ হতে পারে। যথাসময়ে দেখতে না পারলে বা ফায়ার সার্ভিসকে সংবাদ দিতে বিলম্ব ঘটলে বড় ধরণের অগ্নি দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত