শিরোনাম :
নাইজেরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কারাগার, পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি

নাইজেরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কারাগার, পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি

ডেস্ক রিপোর্ট : নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় একটি কারাগারের দেয়াল ধসে পড়ার পর কারাগারটি থেকে প্রায় ৩০০ বন্দি পালিয়ে গেছেন। গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বংসী বন্যায় গত সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ার ফলে ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন বলে কারা কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।

গত সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে অঞ্চলটি। ভারি বৃষ্টিপাতের পর বন্যা শুরু হয়। বন্যায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ধ্বংস হয়ে যায়। ফলে চিড়িয়াখানা থেকে কুমির এবং সাপও পানিতে ভেসে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত