শিরোনাম :
নেত্রকোনার বারহাট্টায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ ক্যাসিনো কান্ডে দুদকে অভিযোগ, রাজনৈতিক চাপে ধামাচাপা পড়েছে ফাইল কেন্দুয়ায় ভয়াবহ আগুনে গরু ও ধান পুড়ে ছাই ; কাঁদছে দিনমজুর নাইজেরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কারাগার, পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু পূর্বধলায় বিএনপির মতবিনিময় সভা প্রধান নির্বাহী কর্মকর্তা মনি লাল দাশের দক্ষতা ও বিচক্ষনতায় ফের ঘুরে দাঁড়িয়েছে এসএওসিএল টানা তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রোপা আমন ; দুশ্চিন্তায় কৃষকেরা নেত্রকোণায় রবি মৌসুমে ২৮হাজার ৩শ’ ৫২ হেক্টর জমিতে গম-সরিষাসহ বিভিন্ন ফসল আবাদের লক্ষ্যমাত্রা
নিজের জমি ভোগ করতে পারছেন না অসহায় সকুলা খাতুন

নিজের জমি ভোগ করতে পারছেন না অসহায় সকুলা খাতুন

লোকমান হেকিম/সুলতানা : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার সিধলা ইউনিয়নের লামাসিধলা কুনিবাড়ি গ্রামের অসহায় বিধবা সকুলা খাতুন আজ প্রায় ৩০ বছর ধরে নিজের জমি থেকে বঞ্চিত হয়ে আছেন। নিজের কোন ছেলে সন্তান না থাকায় এবং স্বামী সাহাবউদ্দিন মৃত্যু বরন করায় আজ তিনি অসহায়ের মত দারে-দারে ঘুরে বেড়াচ্ছেন তার জমিটুকু ফিরে পাবার আশায়।

সরেজমিনে প্রতিবেদন করে জানা গেছে, বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে সকুলা খাতুনের জমি জবর দখল করে আওয়ামী লীগের কিছু পাতি নেতা অবৈধভাবে ভোগ করে আসছে। এনিয়ে সকুলা খাতুনের স্বামী জীবিত থাকা অবস্থায় ২০১৬ সালে আদালতে একটি মামলা দায়ের করেন এবং সেই মামলায় রায় পান সকুলা খাতুনের স্বামী সাহাবউদ্দিন। কিন্ত কোন এক অজানা শক্তির বলে আওয়ামী লীগের পাতি নেতারা আদালতের রায়কে অমান্য করে দখল করে আছেন অসহায় সকুলা খাতুনের স্বামী সাহাবউদ্দিনের জমি।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সাহাবউদ্দিন ৬জনকে আসামী করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে ১/ মোঃ নূর মিয়া সরকার ২/ খোরশেদ ৩/ সোহরাব উদ্দিন ৪/ রতন মিয়া ৫/ রাজ্জাক ও ৬/ মইছ উদ্দিন। আদালতে মামলার রায় বাদি সাহাবউদ্দিনের পক্ষে হয় এবং বিজ্ঞ আদালত থেকে সাহাবউদ্দিনের পরিবারকে তাদের জমি বুঝিয়ে দেয়ার জন্য আদেশ করা হয়। আদালতের আদেশক্রমে ২০১৯ সালের ২৪ মার্চ কিশোরগঞ্জ জেলা জজ আদালতের নাজির সেলিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও হোসেনপুর পুলিশ পার্টির সহায়তায় দুপুর ১২ টার দিকে উক্ত জমিতে উপস্থিত হয়ে বিবাদীদের জমি খালি করে দেয়ার জন্য বলা হলে তারা দলীয় ক্ষমতা প্রয়োগ এবং জমি ছারবেনা বলে অসম্মতি জানায়। পরে বিজ্ঞ আদালত থেকে যাওয়া লোকজন বাদী পক্ষকে প্রাথমিক মাপ নিয়ে খুঁটি দিয়ে জমি পরিমাপ করে দেন এবং দখল করতে বলেন কিন্তু বাদী পরিবার অসহায় এবং তাদের তাৎখনিক জনবল না থাকায় জমি দখল করতে পারেনি। পরবর্তীতে বাদী পক্ষ জমির আশেপাশে গেলে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন আসামীগন। এরই ধারাবাহিকতায় জমি নিয়ে নানাবিধ চিন্তার কারনে গত ৪ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখ রাতে স্ট্রোক করে মারা যান বাদী সাহাবউদ্দিন।

এবিষয়ে বাদী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তৎকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় আসামীরা কারও কথা এমনকি বিজ্ঞ আদালতের রায়কেও মূল্যায়ন করেনি। বর্তমানে শেখ হাসিনার দেশ পদত্যাগের পরেও আসামী পাতি নেতারা না থাকলেও তাদের আত্মীয়-স্বজনরা জমির প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিচ্ছেনা।

বর্তমানে বাদী মৃত সাহাবউদ্দিনের স্ত্রী ও দুই মেয়ে অসহায় হয়ে ন্যায্য জমিটুকু পাওয়ার আশায় অর্ন্তবর্তীকালীন সরকারের সু-দৃষ্টি কামনা এবং স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ আশা করছেন সকুলা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত