নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা 

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা 

গজনবী বিপ্লব  :
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ২২ মার্চের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিক কোঠায় ৩ জন সরকারি চাকুরীজীবিসহ নানান অনিয়মের অভিযোগে চুড়ান্ত ভোটার তালিকাকে চ্যালেঞ্জ করে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞারআবেদন মঙ্গলবার মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার বিকেল ৪টায় সদর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আরিফুল ইসলাম উভয়পক্ষের শুনানী শেষে উল্লেখিত রায় প্রদান করেছেন। মূল ধারার সাংবাদিক পক্ষের আইনজীবী অ্যাডভোকেট  মোজাহিদ হোসেন বলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ২২ মার্চের নির্বাচনে সাংবাদিক কোঠায়৫৪ জন সদস্যের হালনাগাদ তথ্য যাচাই করে স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়নের দাবীতে গত বুধবার সদর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে যায়যায়দিনের স্টাফ রিপোর্টার চন্দন চক্রবর্তী বাদী
হয়ে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে বিবাদী পক্ষকে ৩ দিনের
শোকজ নোটিশ প্রদান করে।  রোববার বিবাদী পক্ষ আদালতে তাদের লিখিত জবাব দাখিল করলে বিজ্ঞ আদালত মঙ্গলবার উভয় পক্ষের শুনানী গ্রহনের দিন ধার্য্য  করে। মঙ্গলবার উভয় পক্ষের শুনানী গ্রহন করে সদর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচার মো.আরিফুল ইসলাম নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নির্বাচনে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত