শিরোনাম :
নওগাঁয় দলিল জালিয়াতি চক্রের দুই সদস্যের কারণে জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বেড়েই চলছে রেলস্টেশনের উচ্ছেদ অভিযানের পরে টাকা দিয়ে দোকান বসানো কর্মকর্তাদের লাগাম ধরবে কে? সাভারে ইয়ামিন চত্বরের উদ্বোধন ফ্যাসিবাদী সরকারের মূল কর্তারা এখনও রয়ে গেছে: ফখরুল ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০ ‘বিধ্বংসী’ ৪৭ দেশের তালিকা প্রকাশ করলো রাশিয়া জাতিসংঘ অধিবেশন: ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হবে বাইডেনের সরকারি ৬ ব্যাংকের এমডি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাছ লাগাই ভুরি ভুরি, গাছা থানা সবুজ করি ; অনন্য অনুরক্তির বহিঃপ্রকাশ ঘটালেন বি এন পি নেতা শাহীন মিয়া কেন্দুয়ায় এই প্রথম গুণী শিক্ষক নির্বাচিত
প্রতিটি উপজেলায় এমন শিক্ষা অফিসার চাই!! বিদ্যালয়ের টয়লেট পরিস্কার ও মাঠ ঝাড়ু দিয়ে পরিস্কার করলেন হাতীবান্ধা শিক্ষা অফিসার

প্রতিটি উপজেলায় এমন শিক্ষা অফিসার চাই!! বিদ্যালয়ের টয়লেট পরিস্কার ও মাঠ ঝাড়ু দিয়ে পরিস্কার করলেন হাতীবান্ধা শিক্ষা অফিসার

মিনহাজ পারভেজহাতীবান্ধা প্রতিনিধি।
দীর্ঘদিনের নোংরা টয়লেট ও বিদ্যালয়ের মাঠ ঝাড়ু দিয়ে পরিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।মঙ্গলবার (১০ মার্চ) বিকালে উপজেলার কেতকীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এমনি একটি দৃশ্য সাংবাদিকের ক্যামেরায় বন্দী হয়।জানাগেছে, উপজেলার কেতকিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটটি অত্যাধিক নোংরা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় দীর্ঘদিন যাবত তা ব্যবহার করতে পারছেনা ঐ স্কুলের শিক্ষার্থীরা। অবিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ বিষয়টি প্রধান শিক্ষক ও দপ্তরি কামপ্রহরীকে বারবার অবগত করলে তা আমলে নেয়া হয়নি। উল্টো মঙ্গলবার দুপুরে ঐ টয়লেটটিতে তালা লাগিয়ে দেয়া হয়। শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শাহ জয়নুল আবেদিনকে এবিষয়ে কিছু বলতে গেলে তা সমাধান না করে, বেত দিয়ে মেরে পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেন বলে শিক্ষার্থীরা জানান।শিক্ষার্থীদের দুঃখদুর্দশার কথা চিন্তা কয়েকজন অবিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য বিষয়টি সাংবাদিকদের অবগত করলে মঙ্গলবার দুপুরে একদল সংবাদকর্মী ঐ বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পান। সংবাদকর্মীরা বিষয়টি প্রথমে প্রধান শিক্ষককে অবগত করলে তিনি কোন সদুত্তর না দিয়ে চুপচাপ বসে থাকেন। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামিউল আমিনকে বিষয়টি অবগত করলে তিনি শিক্ষা অফিসাকে তাৎক্ষণিক ঐ বিদ্যালয়ে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে তা দ্রুত সমাধানের জন্য নির্দেশ দেন।খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার তাজিবর রহমান মঙ্গলবার  দুপুর ৩টার দিকে কেতকীবাড়ি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখেন বিদ্যালয় মাঠ অপরিস্কার ও শিক্ষার্থীদের টয়লেটে তালা লাগানো। শিক্ষা অফিসা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। পরে শিক্ষা অফিসার নজরুল ইসলাম নিজেই বিদ্যালয়ের মাঠ ঝাড়ু দেন এবং হারপিক ক্লিনার কিনে এনে টয়লেটের তালা খুলে তা পরিস্কার করেন।এদিকে শিক্ষা অফিসারের এহেন কাজ দেখে নির্বাক দর্শক হয়ে দাড়িয়ে থাকে ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি-সদস্য ও অবিভাবকেগণ।
হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদ্যালয় পরিদর্শনে এসে আমি নিজেই হতভম্ব। এভাবে একটি বিদ্যালয় চলতে পারেনা। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত টয়লেটটি অপরিস্কার দেখে আমি নিজেই পরিস্কার করেছি। তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগনকে বিদ্যালয় গুলোকে নিজের মনে করে তা পরিস্কার করতে এগিয়ে আসা উচিৎ। এতে কারও জাত যাবেনা উপরন্তু মানবতার বেড়ে যাবে।আশা করি উপজেলার প্রতিটি বিদ্যালয়ের গুনগত মান উন্নয়নে যদি তার এহেন কাজ অব্যাহত থাকেন তাহলে হাতীবান্ধা উপজেলা শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন সবার কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত