শিরোনাম :
নেত্রকোনার বারহাট্টায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত ফরিদপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ ক্যাসিনো কান্ডে দুদকে অভিযোগ, রাজনৈতিক চাপে ধামাচাপা পড়েছে ফাইল কেন্দুয়ায় ভয়াবহ আগুনে গরু ও ধান পুড়ে ছাই ; কাঁদছে দিনমজুর নাইজেরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কারাগার, পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু পূর্বধলায় বিএনপির মতবিনিময় সভা প্রধান নির্বাহী কর্মকর্তা মনি লাল দাশের দক্ষতা ও বিচক্ষনতায় ফের ঘুরে দাঁড়িয়েছে এসএওসিএল টানা তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রোপা আমন ; দুশ্চিন্তায় কৃষকেরা নেত্রকোণায় রবি মৌসুমে ২৮হাজার ৩শ’ ৫২ হেক্টর জমিতে গম-সরিষাসহ বিভিন্ন ফসল আবাদের লক্ষ্যমাত্রা
রূপগঞ্জে শিক্ষার্থী রোমান হত্যা মামলায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রূপগঞ্জে শিক্ষার্থী রোমান হত্যা মামলায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মোঃ রিপন মিয়া , রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকার শিক্ষার্থী রোমান মিয়া (১৭)কে গুলি করে ও কুপিয়ে হত্যায় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের খালা রিনা বেগম।

চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের বাসিন্দা রিনা বেগমের করা রূপগঞ্জ থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, তার বোনের ছেলে রোমান মিয়া (১৭) নবকিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। গত ৫ আগষ্ট সন্ধ্যা ৭ টার দিকে চনপাড়া মেইন রোডের জনকল্যাণ স্কুলের সামনে পৌঁছালে ২০ নং আসামী শমসের সহ তার সহযোগী শাহাবুদ্দিন, জয়নাল আবেদীন বাকি ৪৬ জনের মধ্যে কারো হুকুমে এবং উপস্থিতিতে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এজাহার সূত্রে মামলার অভিযুক্তরা হলেন, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা (৭৭) পিতা-মৃত শেখ মুজিবুর রহমান মাতা- স্থায়ী: গ্রাম- ধানমন্ডি (ধানমন্ডি-৩২) , উপজেলা/থানা- ধানমন্ডি, জেলা-ঢাকা, বাংলাদেশ, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), পিতা-মোশারফ হোসেন মাতা- স্থায়ী: গ্রাম- রামপুর (বড় রাজাপুর, কোম্পানীগঞ্জ) , উপজেলা/থানা- কোম্পানীগঞ্জ, জেলা -নোয়াখালী, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী (৭২), পিতা-মৃত গাজী গোলাম কিবরিয়া মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা (৪৪), গাজীর পিএস এমদাদুল হক দাদুল (৪৪), পিতা-মন্টু মিয়া মাতা- স্থায়ী: গ্রাম- দরগাহ পাড়া (দরপাড়া) , উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জ, হাবিবুর রহমান হাবিব (৫৫) (সাবেক উপজেলা চেয়ারম্যান) পিতা-আব্দুর রাজ্জাক মাতা- স্থায়ী: গ্রাম- রূপসী, মোঃ ফিরোজ ভূইয়া(৫০) পিএস কামরুজ্জামান হিরা(৫২), পিএস এহসানুল হক কংকন(৪৫) মিজানুর রহমান(৪৫) (সাবেক ভাইস চেয়ারম্যান, রূপগঞ্জ উপজেলা পরিষদ, কামরুল হাসান তুহিন(৪৮) (সভাপতি রূপগঞ্জ উপজেলা যুবলীগ) মোস্তাফিজুর রহমান শাহীন(৪৫) (সাধারন সম্পাদক, যুবলীগ, রূপগঞ্জ, উপজেলা), আরিফুল ইসলাম ভূইয়া দুলাল, সাকিব হোসেন খন্দকার, তোফায়েল আহাম্মেদ আলমাছ (চেয়ারম্যান, মুড়াপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ, জায়েদ আলী (চেয়ারম্যান কায়েতপাড়া ইউনিয়ন,রূপগঞ্জ), নূরুল ইসলাম জাহাঙ্গীর (চেয়ারম্যান, দাউদপুর ইউনিয়ন, রূপগঞ্জ), শেখ ফরিদ মাসুম (সাধারন সম্পাদক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ), তানজির আহম্মেদ খান রিয়াজ (সভাপতি, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ), শমসের আলী খান, শাহাবুদ্দিন, জয়নাল, সেলিনা আক্তার রিতা, ফাহাদ আহাম্মেদ শাওন, শহিদুল ইসলাম আগুন, রবিন, স্বপন বেপারী,সাইজুদ্দিন, নাজমুল, সোহেল, মোঃ আলী, রাব্বি, রাজীব, উজ্জল, ফারুক ওরফে ফেন্সি ফারুক, কাবিলা, শাকিল,হেলাল,ফারুক প্রধান, আল আমিন, সায়েম, জামাল হোসেন কুট্রি ওরফে বোমা কুট্রি, সায়েম, সাব্বিরসহ অজ্ঞাত আরও ৬০ জন।

এ বিষয়ে রূপগঞ্জ রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত জোবায়ের হোসেন বলেন মামলাটির তদন্ত চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




কপিরাইট © ২০২৪ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত